Recent Tube

ফেইসবুকে ইসলামিক পোস্টগুলো শেয়ার করা বা অন্যকোন মাধ্যমে ছড়িয়ে দিলে কি সওয়াব হবে?


প্রশ্ন ❓ 
ফেইসবুকে ইসলামিক পোস্টগুলো শেয়ার করা বা অন্যকোন মাধ্যমে ছড়িয়ে দিলে কি সওয়াব হবে? অপরদিকে শুধুমাত্র লাইক, কমেন্ট, শেয়ার বা রেসপন্স পাওয়ার আশায় পোস্ট দেয়া কতটুকু শুদ্ধ? 

 উত্তর: আলহামদুলিল্লাহ! বর্তমান ফেইসবুক, অনলাইনের মাধ্যমে দ্বীনকে সুদুরপ্রসারি ছড়িয়ে দেয়া সম্ভব হচ্ছে। নিঃসন্দেহে যারা এর পিছনে অক্লান্ত পরিশ্রম করছেন, তা প্রশংসনীয়। কেননা আল্লাহ তা'য়ালা বলেন, 
"وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ."
আর তার চেয়ে কার কথা উত্তম, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত? 
(সূরা: ফুসসিলাত ৩৩)।

সুতরাং আমাদের উচিত সাধ্যনুযায়ী ইসলামের বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দেয়া। রাসূল (সাঃ) বলেছেন, 
"‏بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً."
আমার কথা পৌঁছিয়ে দাও, যদি তা এক আয়াতও হয়। (সহিহ বুখারী ৩৪৬১)

  ✅ আর আল্লাহ ও তাঁর রাসূলের বাণীগুলো মানুষের মাঝে পৌঁছে দেওয়ার কাজে যারা শরিক হবেন তারা বিরাট সওয়াবের অধিকার হবেন ইনশাআল্লাহ। তা অনলাইন, অফলাইন বা ফেইসবুকের মাধ্যমে হোক না কেন। কেননা রাসূল (সাঃ) বলেছেন, 
"مَنْ سَنَّ فِي الإِسْلاَمِ سُنَّةً حَسَنَةً فَلَهُ أَجْرُهَا وَأَجْرُ مَنْ عَمِلَ بِهَا بَعْدَهُ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَىْءٌ وَمَنْ سَنَّ فِي الإِسْلاَمِ سُنَّةً سَيِّئَةً كَانَ عَلَيْهِ وِزْرُهَا وَوِزْرُ مَنْ عَمِلَ بِهَا مِنْ بَعْدِهِ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَوْزَارِهِمْ شَىْءٌ ‏"‏
যে ব্যক্তি ইসলামের মধ্যে কোন উত্তম প্রথা বা কাজের প্রচলন করে সে তার এ কাজের সাওয়াব পাবে এবং তার পরে যারা তার এ কাজ দেখে তা করবে সে এর বিনিময়েও সাওয়াব পাবে। তবে এতে তাদের সাওয়াব কোন অংশে কমানো হবে না। আর যে ব্যক্তি ইসলামের মধ্যে (ইসলামের পরিপন্থী) কোন খারাপ প্রথা বা কাজের প্রচলন করবে, তাকে তার এ কাজের বোঝা (গুনাহ এবং শাস্তি) বহন করতে হবে। তারপর যারা তাকে অনুসরণ করে এ কাজ করবে তাদের সমপরিমাণ বোঝাও তাকে বইতে হবে। তবে এতে তাদের অপরাধ ও শাস্তি কোন অংশেই কমবে না। (সহিহ মুসলিম ২২৪১)

 🔰 অপরদিকে পোস্ট করার উদ্দেশ্যই যদি হয় মানুষের লাইক, কমেন্ট, প্রশংসা ও রেসপন্স পাওয়া তাহলে তা নিসন্দেহে রিয়া (লোক দেখানো আমল) হিসেবে গণ্য হবে। আর রিয়া হল, ছোট শিরক। রিয়ার মাধ্যমে সৎকর্মের সওয়াব ধ্বংস হয়ে যায়। কেননা রাসূল (সাঃ) বলেছেন, 
إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَيْكُمُ الشِّرْكُ الْأَصْغَرُ: الرِّيَاءُ.
তোমাদের ব্যাপারে আমার সর্বাপেক্ষা ভয়ের বস্তু যা আমি ভয় পাচ্ছি তা হচ্ছে ছোট শির্ক- রিয়া (অর্থাৎ লোক দেখানো ধর্মকর্ম)। 
(মুসনাদে আহমাদ ২৩১১৯)।

আল্লাহ আমাদেরকে কেবল তাঁর সন্তুষ্টির উদ্দেশ্যে নেক আমল করার এবং রিয়া তথা লোক দেখানো আমল থেকে হেফাজত করু। 

Post a Comment

0 Comments