Recent Tube

কত ভালো আছি কীভাবে মাপবো? আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ।

  



   

           কত ভালো আছি  
     কীভাবে মাপবো?

    কোনো প্রাপ্তিই আমাদের মন ভরায়না! শুধু চাই আর চাই! আর ভাবি আমারতো কিছুই নাই! অথচ সুখী হবার একটা সহজ শিক্ষা হাদীসে প্রায়ই বলা হয়েছে-

    রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : (পার্থিব ব্যাপারে) তুমি তোমার চেয়ে দুর্বলের উপর দৃষ্টি রাখবে, যে ব্যক্তি তোমার চেয়ে উঁচু তার উপর দৃষ্টি রাখবে না। এরূপ করলে তুমি আল্লাহ প্রদত্ত নি‘আমতের প্রতি অবহেলা ও তাচ্ছিল্য প্রকাশ করার অপরাধ হতে বেঁচে যাবে। (তাহলে মন অযাচিত কামনায় হা হুতাশ করবেনা)

     বুখারী এবং মুসলিমের বর্ণনায় রয়েছে- রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের কারো নজর যদি এমন লোকের উপর পড়ে, যাকে মাল-ধন ও দৈহিক গঠনে অধিক মর্যাদা দেয়া হয়েছে তবে সে যেন এমন লোকের দিকে নজর দেয়, যে তার চেয়ে নিম্ন স্তরে রয়েছে।

     নিজেদের কামনায় লাগাম টানুন। আল্লাহর প্রতি সদা সর্বদা শোকরগুজার হয়ে নিজের প্রাপ্ত নিয়ামতের হিসাব করুন।

রেফারেন্সঃ
বুখারী ৬৪৯০, মুসলিম ২৯৬৩
বুলুগুল মারাম, হাদিস নং ১৪৩৮;

Post a Comment

0 Comments