ভালোবাসি তোমায়,,,
এ,কে,এম,রুকনুজ্জামান
ওহে বার্তাবাহক,ভালোবাসি তোমায়,,
শুধু মুখে মুখে আর বজ্রকন্ঠে,,,
উচু পর্বত হিমালয়ের মতো নয়,,
কিংবা হৃদয়ের মাঝে বিশাল ভালোবাসা,,
তবে মুখে তালা শুধু ভয়।
আমি ভালোবাসি তোমায়,,
হৃদয় ও বজ্রকন্ঠে সমতা রেখে।
আমি ভালোবাসি তোমায়,,
আঁধার ও দিবসে সবার সম্মুখে।
আমি ভালোবাসি তোমায়,,
যেমন মাছ ও গভীর জলে।
আমি ভালোবাসি তোমায়,
যেমন সম্পর্ক,চোখ ও নোনা জলে।
ওহে প্রমিক,
তুমি কি ভালোবাসো? তবে প্রমান করো,,,
তোমার চরিত্র ও চলার লেবাসে,,
বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে।
প্রমাণ করো,সম্মুখে দাঁড়িয়ে শপিংমহলে,
বা এই রুপসী অবলাদের দলে।
প্রমাণ করো,অফিসের টেবিলে বা হাতে,,
বিচারের স্থানে এই আদালতে।
শোন,শোন,,,,
মহাগ্রন্থের বাক্য,চোখে যেন ভাসছে,,,
আমাকে পেয়ে যাবে রাসুল(সঃ)কে ভালোবেসে।
0 Comments