Recent Tube

সবচেয়ে উত্তম জিকির। আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।



সবচেয়ে উত্তম জিকি
-------------------
প্রশ্ন:
সবচেয়ে  উত্তম জিকির কোনটি?
এমন কোন জিকির আছে যা করলে অনেক বেশি সওয়াব হয় এবং আমাদের কোন কোন জিকির বেশি বেশি করা উচিত?

ত্ত:
সাধারণভাবে সবচেয়ে উত্তম জিকির হল, কুরআন তিলাওয়াত। এর প্রতিটি অক্ষরে একটি করে নেকি লেখা যায়। আর প্রত্যেকটি নেকি দেশটির সমপরিমাণ। এত ফযিলত পূর্ণ আর কোন জিকির নাই।

তবে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সময়ে যে সব দুআ পড়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে সেগুলো সে সময় পাঠ করা কুরআন তিলাওয়াতের চেয়েও উত্তম। যেমন, আযানের সময় আযানের জবাব দেয়া কুরআন তিলাওয়াতের চেয়ে অধিক উত্তম, রুকু ও সেজদা অবস্থায় রুকু-সেজদার তাসবীহ ও জিকিরগুলো কুরআন তিলাওয়াতের চেয়ে অধিক উত্তম, অনুরূপভাবে সকাল-সন্ধ্যার দুআ ও জিকিরগুলো (ফজর ও আসরের পরে) পড়া অধিক উত্তম। কেননা, এগুলো নির্দিষ্ট সময়ের সাথে সংশ্লিষ্ট। আর কুরআন তিলাওয়াতে যে কোন সময় করা যায়।
এ ছাড়াও পাঁচ ওয়াক্ত সালাতের পরের দুআগুলো যথাসময়ে পড়া অত্যন্ত ফযিলত পূর্ণ। 
এগুলোর পাশাপাশি বেশি বেশি দরুদ পড়া, আসতাগফিরুল্লাহ পাঠ অত্যন্ত ফযিলত পূর্ণ। 

মোটকথা, সবসময় চেষ্টা করতে হবে যেন, আমাদের জিহ্বাগুলো আল্লাহর জিকিরে তরতাজা থাকে। আবদুল্লাহ্ ইবরে বুস্‌র (রাঃ) থেকে বর্ণিত,

এ লোক বলল, হে আল্লাহ্‌র রাসূল! আমার জন্য ইসলামের শারিয়তের বিষয়াদি অতিরিক্ত হয়ে গেছে। সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান, যা আমি শক্তভাবে আঁকড়ে থাকতে পারি। তিনি বললেন, “সর্বদা তোমার জিহ্বা যেন আল্লাহ তাআলার জিকিরের দ্বারা সিক্ত থাকে। [ইবনে মাজাহ হা/ ৩৭৯৩, সহীহ]

আল্লাহ তাওফিক দান করুন।

আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
(লিসান্স, মদীনা ইসলামি বিশ্ববিদ্যালয়)
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদি আরব
#abdullahilhadi

Post a Comment

0 Comments