Recent Tube

রুপের রাজা,,, এ,কে,এম,রুকনুজ্জামান






 
      রুপের রাজা,,
      ,এ,কে,এম,রুকনুজ্জামান, 

গ্রীষ্ম যখন এসো তুমি, 
নিয়ে বিকট আওয়াজ।
মাঠ ভূমি আর নদী নালাতে,
ভিন্ন রুপের সাজ।।

বর্ষা আমায় মুগ্ধ করে,
আম,কাঠাল আর জাম।
গাছপালা সব স্নান করে,
বৃষ্টি ঝড়ে অবিরাম।। 

শরৎ এলে বিচিত্র  নদীর ঘাঠে,
হাওয়াতে কাশফুল যায় উড়ি।
নীল আকাশে রবির সাথে,
সাদা মেঘ খেলে লুকোচুরি।। 

হেমন্ততে হিম কুয়াশায়, 
মাঠে সোনালী ধান।
কৃষকের মুখ হাস্যজ্জল,
গায় নবান্নের গান।।

শীতে গাছের পাতা ঝরে,
কুহেলী ভেজা দূর্বাঘাস।
গরম গরম পিঠা খাওয়া,
খেজুরের মিষ্টি রস।।

বসন্তয় নতুন পাতা,
পাখিদের কল কল।
মাঠে মাঠে ফুলে ফুলে,
মৌমাছির গুঞ্জন।। 

ভিন্ন সময় ভিন্ন রুপের,
অবাক এই পরিবেশ।
এটাই হলো সবুজ শ্যামল, 
রুপের বাংলাদেশ।।

Post a Comment

0 Comments