এটা পড়ে আমি অভিভূত ;
একদিন আল্লাহর রসূল সঃ মসজিদে নববী থেকে নামায পড়ে বের হচ্ছিলেন, বের হওয়ার পথে দেখতে পেলেন, জনৈক এক সাহাবী তাঁর নফল নামাযে শুধু এই বলে দুআ করছেন,
"আল্লাহুম্মা ইন্নি আস্ আলুকাল জান্নাতা ওয়া আ'উযুবিকা মিনান্নার।"
"হে আল্লাহ্!
আপনি আমাকে জান্নাত দান করুন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন।"
বারবার তাঁর এই দুআ শুনে আল্লাহর রসূল সঃ দাঁড়িয়ে গেলেন। নামায শেষ হওয়ার পর আল্লাহর রসূল সঃ সেই জনৈক সাহাবীকে জিজ্ঞেস করলেন
'হে অমুক, তুমি শুধু এই একটি দুআই কেন করলে? তোমার কী আল্লাহর কাছে আর অন্য কোন কিছু চাওয়ার নাই?'
উত্তরে সেই সাহাবী বললেন,
'ইয়া আল্লাহর রসূল সঃ!, আমি তো আপনার এবং মুয়ায ইবনে জাবাল রাঃ এর মত অত গভীর জ্ঞান সম্পন্ন ও লম্বা লম্বা দুআ করতে পারি না। তাই নামাযে আমি শুধু আল্লাহর কাছে এই একটি দুআই করি।'
শুনে আল্লাহর রসূল সঃ বললেন,
'হে অমুক, তুমি কী জানো! আমরা দুনিয়ায় যত দুআই করি, যত কিছুই মহান আল্লাহর কাছে চাই, তার সবকিছুই তোমার এই একটি দুআর মধ্যেই নিহিত। দুনিয়ার সমস্ত দুআই তোমার এই একটি দুআকে কেন্দ্র করেই আবর্তিত হয়!'
'সহজ কথায় তোমার এই দুআর মানে কী জানো!
'না আল্লাহর রসূল সঃ!'
'তোমার এই দুআর মানে হলো, তুমি আল্লাহকে বলছো-
"হে আল্লাহ্! আপনি আমার জন্য সেই সকল কাজকে সহজ করে দিন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং আপনি আমার জন্য সেই সকল কাজ থেকে দূরে থাকা সহজ করে দিন, যা আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে।"
সুবহানাল্লাহ্!❣
এই প্রসঙ্গে আল্লাহর রসূল সঃ বলেন,
"যে ব্যক্তি আল্লাহর কাছে ৩ বার জান্নাত প্রার্থনা করে, জান্নাত আল্লাহর কাছে দুআ করে, হে আল্লাহ্ তাকে জান্নাত দান করো। যে ব্যক্তি আল্লাহর কাছে ৩ বার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে, জাহান্নাম আল্লাহর কাছে দুআ করে, হে আল্লাহ্ তাকে জাহান্নাম থেকে মুক্তি দাও।"
[তিরমিযি:২৫৭২,সহীহ্]
সকল বিখ্যাত ইমাম, আলেম ও মুহাদ্দিসগণের ইজমা; এই দুআ সকাল-সন্ধ্যায় ৩ বার করে পড়তে হয়। তাই সকাল-সন্ধ্যাসহ প্রতিদিন---
প্রতি নামাযের সেজদায়, সালাম ফিরানোর আগে, আমরা বেশী বেশী করে পড়ি-
"اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوذُ بِكَ مِنَ النَّار"
"হে আল্লাহ্!
আপনি আমাকে জান্নাত দান করুন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন।"
আমীন, ইয়া রব্বাল আ'লামীন।
0 Comments