Recent Tube

মায়ের মৃত্যুর পর তার একমাত্র কন্যা সন্তান সেই মায়ের রেখে যাওয়া সম্পত্তির কতটুকু অংশ পাবে, আর মৃত্যুর পূর্বেই কি মা মেয়ের নামে সম্পত্তি লিখে দিতে পারবে? আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।


মায়ের মৃত্যুর পর তার একমাত্র কন্যা সন্তান সেই মায়ের রেখে যাওয়া সম্পত্তির কতটুকু অংশ পাবে, আর মৃত্যুর পূর্বেই কি মা মেয়ের নামে সম্পত্তি লিখে দিতে পারবে? 
-------------------------------------------
প্রশ্ন :
 আমার খালার একটাই মেয়ে আর কোনো   ছেলে নাই। তাদের নিজস্ব  কিছু সম্পত্তি আছে ( পিতৃসূত্রে পাওয়া না) ।  এই সম্পত্তি যদি আমার খালার নামে থাকে তাহলে খালার মৃত্যুর পর সম্পত্তির কতটুকু অংশ তার মেয়ে পাবে? মায়ের নামে সম্পত্তি থাকলে কি মেয়েরা বেশি পায়?
আর মৃত্যুর আগেই কি সম্পত্তি মেয়ের নামে লিখে দিতে পারবে?
-------------------
উত্তর :
একজন মানুষ জীবদ্দশায় তার সম্পদ কাকে কতটুকু দিবে সে ব্যাপারে পূর্ণ অধিকার রাখে। সুতরাং কেউ যদি চায় তার সমুদয় সম্পত্তি তার একমাত্র মেয়ের নামে হেবা করে‌ দিতে তাহলে তা জায়েজ আছে যদি তার অন্যান্য ওয়ারিশদের কে বঞ্চিত করার উদ্দেশ্য না থাকে। অন্যথায় তা হারাম হবে। 

 আর হেবার শর্ত হলো, যার নামে সম্পদ হেবা করা হবে সম্পূর্ণ তার নামে লিখে দিতে হবে এবং সে তার পূর্ণ মালিকানা হস্তান্তর করবে।

 - নিজের সমস্ত সম্পদ অন্যের নামে লিখে দিয়ে নিজে রিক্ত হস্ত হওয়া উচিত নয়। বরং কিছু সম্পদ রেখে দেওয়া ভালো জীবন পরিচালনার জন্য। অন্যথায় তাকে অন্যের সম্পদের মুখাপেক্ষী হতে হবে।
------------------------------------------
 উত্তর প্রদানে :
 আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল,
 দাঈ,জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার,   সৌদি আরব। 
 #abdullahilhadi 
 #সংক্ষিপ্ত_প্রশ্নোত্তর

Post a Comment

0 Comments