Recent Tube

বিপদে ধৈর্য ধারণের জন্য দুয়া করা নাকি ঠিক নয়!! আবদুল্লাহিল হাদী বিন আবদুল জলীল।


বিপদে ধৈর্য ধারণের জন্য দুয়া করা নাকি ঠিক নয়!!
-------------------------------------------------- 
প্রশ্ন:
ধৈর্য ধারণ করা খুব ভালো গুণ। কিন্তু একটা বইয়ে পড়েছি যে, বিপদে ধৈর্য ধারণের জন্য দুয়া করা নাকি ঠিক নয়। তাহলে কিভাবে ধৈর্য ধারণ করব? বিষয়টি বুঝিয়ে বলবেন।
-------------------------
উত্তর:
বিপদাপদ, সমস্যা ও সংকটে ধৈর্য ধারণ করা খুবই জরুরি বিষয়। সুতরাং ধৈর্যের জন্য মহান আল্লাহর নিকট দুআ করায় কোন আপত্তি নেই। কেউ যদি বলে যে, বিপদে ধৈর্যের জন্য দুআ করা ঠিক নয় তার কথা মোটেও ঠিক নয়।
তালুত যখন জালুতের সাথে যুদ্ধে লিপ্ত হলেন তখন তিনি কিভাবে ধৈর্যের জন্য মহান আল্লাহর নিকট দুআ করেছিলেন তা নিম্নোক্ত আয়াতে উল্লেখিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন:
وَلَمَّا بَرَزُوا لِجَالُوتَ وَجُنُودِهِ قَالُوا رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
“আর যখন তালূত ও তার সেনাবাহিনী শত্রুর সম্মুখীন হল, তখন বলল, হে আমাদের পালনকর্তা, আমাদের মনে ধৈর্য সৃষ্টি করে দাও এবং আমাদেরকে দৃঢ়পদ রাখ-আর আমাদের সাহায্য কর সে কাফের জাতির বিরুদ্ধে।" সূরা: বাকরা: ২৫০)
ফেরআউনের অত্যাচারের শিকার  ঈমান আনয়নকারী যাদুকররা ধৈর্যের দুআ করেছিলেন এভাবে-
 رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ 
'আমাদের প্রভু! আমাদের উপরে ধৈর্য বর্ষণ করো, আর আমাদের মৃত্যু ঘটাও মুসলিম রূপে।’’ (সূরা আ’রাফ: ১২৬)
সুতরাং বিপদাপদে সবর করতে হবে এবং সবরের জন্য মহান আল্লাহর নিকট দুআ করতে হবে। আল্লাহ তাআলা যদি বান্দার অন্তরে সবর না দেন তাহলে কিভাবে সবর করা সম্ভব? 
আল্লাহু আলাম।
------------------------- 
উত্তর প্রদানে:
আবদুল্লাহিল হাদী বিন আবদুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, ksa
#abdullahilhadi

Post a Comment

0 Comments