Recent Tube

প্রোপাইল পিক হিসেবে মৃত আলেমগণের ছবি ব্যবহারের বৈধতা : আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।প্রোপাইল পিক হিসেবে মৃত আলেমগণের ছবি ব্যবহারের বৈধতা :

অনেক ছেলেদের দেখি যে প্রোপাইল পিক এ শায়েখ আলবানী রহিমাহুল্লাহ,শায়েখ সালেহ আল উসাইমিন ইত্যাদি আলেমদের ছবি দিয়ে থাকে, আমার প্রশ্ন,ওনারাতো মৃত,এভাবে মৃত আলেমগণের ছবি প্রোপাইল পিক হিসেবে দেয়া কি ঠিক?

আমি মনে করি, পুরুষদের জন্য পরিচয়ের উদ্দেশ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে নিজের ছবি ব্যবহার করা যেতে পারে; অন্য কারো নয়।
আর এই সকল বিজ্ঞ আলেমগণ সুপরিচিত। তাই আলাদাভাবে নিজস্ব প্রোফাইলে তাদের ছবি ব্যবহার না করাই ভালো। বিশেষ করে মৃত্যুবরণের পরে তা আরো অনুচিত। এটি আলেমদের সম্মানে নিষ্প্রয়োজনীয় কাজ এবং বাড়াবাড়ি বলে গণ্য হওয়ার আশঙ্কা রয়েছে। 
উল্লেখ্য যে, সোশ্যাল মিডিয়ায় মানুষ বা প্রাণীর ছবি বিনা প্রয়োজনে ব্যবহার করা অনুচিত। আর এসব ছবি প্রিন্ট আউট করা বা তুলিতে অঙ্কন করা হারাম।  তবে বিশেষ প্রয়োজন হলে ভিন্ন কথা।

আর‌ও পড়ুন :

প্রশ্ন: বিনা প্রয়োজনে ছবি তোলা প্রসঙ্গে জানতে চাই। বর্তমানে ফেসবুকে মেয়েরা হিজাব পরিধান করে মুখ খোলা রেখে ছবি দিচ্ছে, একে অপরকে ট্যাগ করছে এবং তাদের স্বামীরা তাদের ওয়াইফের ছবি পোস্ট করছে। বিনা প্রয়োজনে আসলে এগুলা করা আর কতটুকু যুক্তিসঙ্গত ?এটা কোন পর্যায়ে পড়বে? একটু জানাবেন।

https://m.facebook.com/story.php?story_fbid=3767907943308952&id=655960327837078&mibextid=Nif5oz
------------------------- 
উত্তর প্রদানে :
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব। 
#abdullahilhadi 
#সংক্ষিপ্ত_প্রশ্নোত্তর

Post a Comment

0 Comments