Recent Tube

"নূর মুহাম্মাদ" নাম কি একটি শির্কী নাম? আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।


"নূর মুহাম্মাদ" নাম কি একটি শির্কী নাম?


 প্রশ্ন :
 আমার ছেলের বয়স দেড় বছর। নাম রাখা   হয়েছে নূর মুহাম্মাদ। ফেসবুকে একজন দ্বায়ী   বলেছেন এটি নাকি শির্কী নাম। এই নাম রাখা   যাবে কি? যদি নাই রাখা যায় তবে শুধু নূর কি   রাখা যাবে? পরামর্শ চাই।

 উত্তর :
 নূর অর্থ: আলো, আর মোহাম্মদ অর্থ: প্রশংসিত। এখানে যদি দুটি শব্দকে পৃথক দুটি নাম ধরা হয় তাহলে এতে কোন সমস্যা নেই। যেমনটি আমাদের দেশে একজন মানুষের দুইটা-তিনটা নাম থাকে। এটাও ঠিক তেমন।
এভাবে এক ব্যক্তির একাধিক নাম রাখা আমাদের ভারত উপমহাদেশের একটি কালচার। এতে দোষের কিছু নেই।
'নূর মোহাম্মদ' নামের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
 তবে 'নূর মোহাম্মদ' দ্বারা যদি উদ্দেশ্য হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম-এর নূর এই বিশ্বাস থেকে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের সৃষ্টি তাহলে তা হবে বেদ‌আতি বিশ্বাস-এর ইঙ্গিতবাহী নাম। কেননা 'নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের সৃষ্টি' এটি একটি বিদআতি আকিদা। সেক্ষেত্রে এই নামটি রাখা জায়েজ হবে না। 
সুতরাং এই আকিদা না থাকলে প্রথম ব্যাখ্যার আলোকে উক্ত নামটি রাখায় কোন দোষ নেই ইনশাআল্লাহ।
আল্লাহু আলম।
-----------------------------------------------
 উত্তর প্রদানে :        
 আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল। 
 দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার,
 সৌদি আরব।
 #abdullahilhadi
 #সংক্ষিপ্তপ্রশ্নোত্তর;

Post a Comment

0 Comments