মাওলানা মওদূদী(রহ.)এর লেখা মনে করে মাওলানা কাসেম নানূতুবী (রহ.): কে কাফির বলে ফতোয়া দেন দেওবন্দের মুফতি মাহদী হোসাইন;
ফোর্ট আব্বাস(ভাওয়ালপুর) হতে এক ব্যক্তি দেওবন্দ মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানুতুবীর লেখা 'তাফসিয়াতুল আকায়ীদ' বইয়ের কিছু অংশ লিখে লেখকের নাম উল্লেখ না করে কংগ্রেস সমর্থক দেওবন্দের মুফতি মাহদী হোসাইনের নিকট এই লেখার উপর তাঁর মতামত জানতে চান।
তিনি জানতেন না যে, এটি কাসেম নানুতুবীর বইয়ের উদ্ধৃত অংশ। তিনি এটিকে মাওলানা মওদূদীর লেখা মনে করে লেখককে কাফির বলে ফতুওয়া দেন।
প্রশ্নকারী এবার তাঁর দেয়া ফতুওয়া ও মাওলানা কাসেম নানুতুবী(রহ.)-এর বইয়ের উদ্ধৃতাংশ পৃষ্ঠা নাম্বারসহ সংবাদপত্রে প্রকাশ করে দেন।
এখন হুজুর পড়লেন বড় বেকায়দায়।দেওবন্দ মাদরাসার আলিমদের মধ্যে গভীর প্রতিক্রিয়া দেখা দেয়।
এ দিকে পত্রিকায় এ বিষয়ের উপর প্রবন্ধের পর প্রবন্ধ ছাপা হতে থাকে।
শেষ পর্যন্ত দেওবন্দ মাদরাসার তৎকালীন মুহতামিম কারী তাইয়েব সাহেবের অনুরোধে মুফতী সাহেব নিজের ভুল স্বীকার করতঃ ফতুওয়া ফিরিয়ে নিতে বাধ্য হন।"
(১৯৫৬ সনের 'দারুল উলুম দেওবন্দ' নামক মাসিক পত্রিকার এপ্রিল সংখ্যার ১২ নং পৃষ্ঠায় দ্রষ্টব্য;তথ্য সূত্রঃ আলোচিত অভিযোগের কাঙ্খিত জবাব, আসলাম হোসাইন, পৃ, ২০-২১)
0 Comments