প্রশ্ন :
কেউ যদি নিজ স্বামীর দোষত্রুটি সমূহ সকলের কাছে গিয়ে বলে সেটা কি গুনাহের শামিল?
উত্তর:
স্বামী বা স্ত্রীর ব্যক্তিগত দোষ-ত্রুটি যেখানে-সেখানে মানুষের কাছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা জায়েজ নয় যদিও তাদের মাঝে বিয়ে বিচ্ছেদ ঘটে অথবা স্বামী দ্বিতীয় বিয়ে করে। কারণ তা আমানতের খেয়ানত, গোপনীয়তা লঙ্ঘন, বিশ্বাসঘাতকতা এবং গিবত।
এসবগুলোই ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গর্হিত ও নিন্দনীয়। আত্মমর্যদাহীন কাজ, হীন মানসিকতা এবং নিচু চরিত্রের প্রমাণ তো বটেই।
তবে স্বামী বা স্ত্রী যদি জুলুম-নির্যাতন করে তাহলে শুধু এমন জায়গায় তার অন্যায় ও জুলুম সম্পর্কে বলা জায়েজ যেখানে সুবিচার পাওয়ার আশা করা যায়। যেমন: বিচারক, প্রশাসন, দায়িত্বশীল ব্যক্তি ইত্যাদি। এক্ষেত্রে তা গিবত বলে পরিগণিত হবে না।
উত্তর প্রদানে :
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার,
সৌদি আরব।
#abdullahilhadi
0 Comments