নাগরিকবার্তা অনলাইন : জনাব রুহুল কবির রিজভী জানতে চেয়েছেন একাত্তরে জামায়াতের ভুমিকা কি ছিল? জাতি জানতে চায় -
বি এনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের পিতা মির্জা রুহুল আমিন শান্তি কমিটির কমান্ডার,রাজাকার, এবং ১৭০নম্বার যুদ্ধাপরাধীদের তালিকায় কি না?!
বি এন পি নেতা ১১তম রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস সাবেক প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান,মশিউর রহমান যাদু মিয়া, মোশাররফ হোসেন শাহজাহান, আহসানুল হক মোল্লা চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সাবেক এম পি চৌধুরী আকমল ইবনে ইউসুফ আবদুল মোমিন তালুকদার খোকা,কাজী ফারুক কাদের, সাবেক মন্ত্রী ড. ওসমান ফারুক, সাবেক মন্ত্রী আব্দলু আলিম,সাবেক এমপি মাহমুদুন্নবী চৌধুরী,সালাহ উদ্দিন কাদের চৌধুরী সম্পর্কে বি এন পি এর ভারত পন্থি নেতারা কি বলবেন?! কি ভুমিকা ছিল তাদের একাত্তরে?!
এই সব নেতা ছিলেন জাতীর গর্ব, এবং ভারতের তাঁবেদারি বিরোধী।
--- মাওলানা আব্দুল হাই জেহাদী।
0 Comments