Recent Tube

ইসলামের দৃষ্টিতে বৃক্ষরোপণঃগুরুত্ব ও ফজিলত: মুহাম্মদ তানজিল ইসলাম।

----------------------------///////-------------------------------
মুমিনের জীবনের অন্যতম ইবাদত হলো বৃক্ষরোপণ। রাসূলুল্লাহ (সা) বলেনঃ
ما من مسلم يغرس غرسا ولا يزرع زرعا الا كان ما اكل منه له صدقة وما سرق منه له صدقة وما اكل السبع منه فهو له صدقة وما اكلت الطير فهو له صدقة ولا يرزؤه احد الا كان له صدقة-

.
যে কোন মুসলিম যদি কোন বৃক্ষরোপণ করে, অথবা কোন ফসল বপন করে বা রোপণ করে তবে তার বৃক্ষ বা ফসল থেকে কোন কিছু ভক্ষণ করা হলে তা তার জন্য (দান) সাদকা হিসাবে গণ্য করা হয়, তা থেকে কোন কিছু চুরি করা হলে তা তার জন্য সাদকা, কোন বণ্য প্রাণী তা থেকে খেলে তা তার জন্য সাদকা, কোন পাখী  তা থেকে খেলে তা তার জন্য সাদকা, কেউ ফসল নষ্ট করলেও তা তার জন্য সাদকা হিসাবে গণ্য করা হয়। 
(সহীহ বুখারী ২/৮১৭; সহীহ মুসলিম ৩/১১৮৮-১১৮৯)
.
রাসূলুল্লাহ (সা) বৃক্ষরোপণের ফজিলত বয়ান করে আরো বলেনঃ
ما من رجل يغرس غرسا الا كتب الله عز وجل له من الاجر قدر ما يخرج من ثمر ذلك الغرس-
.
যে কোন (মুসলিম) ব্যক্তি যদি কোন কিছু রোপণ করে তবে তা থেকে যে পরিমাণ ফল-ফসল উৎপাদিত হয়, সে পরিমাণ সাওয়াব তার জন্য আল্লাহ লিপিবদ্ধ করেন। 
(মুসনাদে আহমদ ৫/৪১৫; মাজমাউয যাওয়াইদ ৪/৬৭ হাদীসটি হাসান)
.
অন্য হাদীসে বৃক্ষরোপণের প্রতি গুরুত্ব দিয়ে তিনি বলেনঃ
إن قامت الساعة وبيد أحدكم فسيلة فان استطاع أن لا يقوم حتي يغرسها فليفعل-
.
যদি কিয়ামত শুরু হয়ে যায়, আর তোমাদের কারো হাতে একটি গাছের চারা থাকে তবে যদি তার পক্ষে সম্ভব হয় তবে সে যেন চারাটি রোপণ না করে (কিয়ামতের ময়দানে) না ওঠে।
(আল মুখতারাহ ৭/২৬২-৬২৩; মাজমাউয যাওয়াইদ ৪/৬৩; হাদীসটি সহীহ)

Post a Comment

0 Comments