ইনশাআল্লাহ মন সমীপে*
ওরে মন--
বে-ভূলে করিস্ না ক্ষয় জীবন।
থাকতে সময় "হ" সচেতন-
আসবে যে সমন।
ওরে মন--
বে-ভূলে করিস না ক্ষয় জীবন।
কোরআন হাদীস চর্চ্চা করে-
জীবনকে কর্ রে সুন্দর।
অসত্যকে বর্জন করে-
সদাচারীর সঙ্গ ধর্।
ষড়রীপুর দাস না হয়ে-
আসল মালিক চিন্ রে মন।
বে-ভূলে করিস না ক্ষয় জীবন।।
পানে মত্ত না হয়ে থাক-
ধ্যানে মত্ত সারাক্ষন।
শানে আল্লাহর গান গেয়ে হোক-
ফানা ফানা এ জীবন।
ভোগ বাসনা এ ভবে নয়-
সামনে অনন্ত জীবন।
বে-ভূলে করিস না ক্ষয় জীবন।।
ওরে মন---!
0 Comments