খেয়াল করেছেন?
প্রফে-ষাঁড়ের খোদা হাফেজে আপত্তি নাই কিন্তু আল্লাহ হাফেজ বল্লে আপত্তি! খুব সুক্ষ্ণ তাত্ত্বিক বিষয়।
খোদা خدا, হল একটি ইরানি ফার্সি শব্দ, যার দ্বারা আল্লাহ বা ঈশ্বরকে বোঝানো হয়। প্রকৃত পক্ষে এটি আহুরা মাজদা (জরাথুস্ট্রবাদ ধর্মে ঈশ্বর) কে ডাকতে ব্যবহৃত হয়।
খোদা হাফেজ বাক্যটি সাধারণভাবে ফার্সি, কুর্দি, পশতু ভাষায় বহুল ব্যবহৃত এবং দক্ষিণ এশিয়ার উর্দু ও বাংলা ভাষী মুসলমানদের মধ্যে বিশেষ করে ব্যবহৃত হয়। এছাড়া যদিও আরবি শব্দ আল্লাহ্ সবার নিকট সমানভাবে প্রচলিত তারপরেও ধারণকৃত শব্দ হিসাবে খোদা উর্দু ও বাংলা ব্যবহৃত হয়ে আসছে।
সহীহ বিশুদ্ধ কোনটা?
আল্লাহ হাফেজ বলাটাই বিশুদ্ধ এবং উত্তম।
খোদা হাফেজ বলা জায়েজ কিনা?
এটা নিয়ে ওলামাদের মাঝে ইখতেলাফ আছে কিন্তু "আল্লাহ হাফেজ" নিয়ে ইখতেলাফ বা দ্বিমত নাই। তাই আল্লাহ হাফেজ বলাই বুদ্বির কাজ।
সুন্নাহ কোনটি?
সাক্ষাতের শুরুতে এবং বিদায় লগ্নে সালামই সুন্নাহ। তবে আল্লাহ হাফেজ সাধারণত দোয়া হিসাবে প্রচলন হয়ে গেছে। সে হিসাবে দোয়া উম্মুক্ত।
★★ এখন "আল্লাহ হাফেজ" নিয়ে যেহেতু বামপাড়ায় আপত্তি সেহেতু খোদা হাফেজের পরিবর্তে আল্লাহ হাফেজ এর প্রচলনের চেষ্টা করা উচিৎ আলেম, ওলামারা বিষয়টি খেয়াল রাখলে ভাল।
আল্লাহ হাফেজ।
---------------------------------------
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক ও অনলাইন এক্টিভিস্ট ।
0 Comments