Recent Tube

ইসলাম শুধু তরবারির জোরে দুনিয়ার বিস্তার লাভ করেনি।ন্যায়,ইনসাফ,সততা ও ভালবাসার মধ্য দিয়ে ইসলাম বিস্তার লাভ করেছে; --- ইবনে যুবাইর।

ইসলাম শুধু তরবারির জোরে দুনিয়ার বিস্তার লাভ করেনি।ন্যায়,ইনসাফ,সততা ও ভালবাসার মধ্য দিয়ে ইসলাম বিস্তার লাভ করেছে
আবু জাহিলের নিকট প্রিয় রাসুল(সঃ) যতবারই দাওয়াত নিয়ে গেছেন ততবারই আল্লাহর রাসুল(সঃ)-কে কটুবাক্য দ্বারা ইসলামের কট্রর দুশসন আবু জাহিল আক্রমন করেছেন। তারপরও রাসুল(সঃ)-তার নিকট ইসলামের দাওয়াত নিয়ে গেছেন।

মুনাফিক সরদার আবদুল্লাহ ইবনে উবাই এর জন্য আল্লাহর রাসুল(সঃ) হাত তুলে দুয়া করেছেন।তার জানাজা পড়িয়েছেন।এরপর মহান আল্লাহ  তাঁর প্রিয় রাসুল(সঃ)-কে মুনাফিকদের জানাজা পড়াতে বারণ করে দেন।

মক্কা বিজয়ের পর হাতে গোনা কয়েকজন ব্যক্তি ছাড়া সকলের প্রতি তিনি সাধারণ ক্ষমা ঘোষণা দেন।উক্ত ব্যক্তিবর্গ পরে ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে ইসলামের সুমহান ছায়াতলে আশ্রয় নেন।
অথচ তিনি চায়লে প্রতিশোধ নিতে পারতেন।
এরকম অসংখ্য ঘটনা ইসলামের গৌরবময় ইতিহাসে স্হান করে আছে আবহকাল ধরে।তাই  শুধু ঘৃণা নয়,যেখানে ঘৃণা সেখানেই ভালবাসা ছড়িয়ে দিন।হেদায়াত দানের মালিক আল্লাহ।তিনি যাকে চান হেদায়াত দেন আবার যাকে চান পথভ্রষ্ট করেন।
-------------------------------------------------------------- 
লেখকঃ  ইসলামিক  আর্টিকেল  লেখক  ও  অনলাইন  এক্টিভিস্ট। 

Post a Comment

0 Comments