Recent Tube

প্রশ্নোত্তর।

 প্রশ্নঃ মাওলানা আব্দুল মালেক সাহেব প্রণীত  প্রচলিত জাল হাদিস কিতাব পাঠ করে দেখতে এবং বুঝতে পারলাম যে, আমরা তাবলীগে গিয়ে বয়ান করি ঐ বয়ানে অনেক জাল হাদিস বলে থাকি।এর থেকে বাঁচার উপায় বাতলে দিবেন।

উত্তর ঃ এ থেকে বাঁচার উপায় এটি যে, কোন বর্ণনার ক্ষেত্রে হাদীস বিশেষজ্ঞ থেকে যতক্ষণ পর্যন্ত সহীহ বলে জানা না যাবে ততক্ষণ পর্যন্ত মনে যতই আগ্রহ সৃষ্টি হোক না কেন তা বর্ণনা না করা।
ধরুন আপনি নিজের ব্যাপারে এরূপ অপরিহার্য করে নিবেন যে, আমি রিয়াদুস সালেহীন বা মুন্তাখাব আহাদীস এর বাইরের কোন হাদীস বলব না। ভালভাবে বুঝে নিন,যদি কোন রেওয়াতের ব্যাপারে তা সহীহ বলে জানা না থাকা সত্ত্বেও আগ্রহের কারণে তা আপনি বর্ণনা করেন, তবে ঘটনাক্রমে তা সহীহ হলেও আপনি গুনাহগার হবেন। কেননা আপনি তো তা না জেনে বর্ণনা করেছেন।
হাদীস শোনানোর সওয়াব অর্জনের আগে তাহকীক ছাড়া তা শোনানোর গুনাহ থেকে বাঁচার ব্যাপারে যত্নবান হওয়া জরুরি। শরীয়ত ও সুস্থ বিবেকের দাবি হল উপকার লাভের চেয়ে ক্ষতি থেকে বাঁচা অগ্রগণ্য।
(মাসিক আল কাউসার, সেপ্টেম্বর ২০০৮,পৃঃ ৩১-৩২)

Post a Comment

0 Comments