পৃথিবীতে কেউ স্থায়ী হয় না;
পৃথিবীতে কেউ স্থায়ী হয় না
হোক না সে ফিরআউন কিবা নমরুদ
কেউ ভবে চিরকাল রয়না।।
চলে যায় সব ছেড়ে যেতে হয়
মৃত্যু মানেনা কোন পরিচয়।।
সব রাজা মহারাজা, আর মহাবীর
কাউকে সে অবকাশ দেয় না।
ফেরআউন শেষতক ছিল না
মৃত্যু তাকেও ছেড়ে দিল না।।
থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন
কেউ আজ তার কথা কয় না।।
এই সেই পিরামিড দাঁড়িয়ে
আকাশের দিকে মাথা বাড়িয়ে।।
ইতিহাস হয়ে আছে চিরকাল।।
ফেরআউন শুধু ভবে রয়না।
নীলনদ আজো আছে থাকবে
চিরদিন সত্যকে ডাকবে।
ডেকে ডেকে বলে যাবে দিনও রাত
কেউ যেন ফেরআউন হয় না।
---------------------------------
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক, কবি ও অনলাইন এক্টিভিস্ট।
0 Comments