Recent Tube

ভাস্কর্য বৈধ কি না - এ বিষয়ে বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক অনুদিত, মুদ্রিত ও প্রকাশিত 'আল-কুরআনুল কারীম' থেকে জেনে নেইঃ --তানজিল ইসলাম।

ভাস্কর্য বৈধ কি না - এ বিষয়ে বাঙ্গালী জাতির স্থপতি  বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক অনুদিত, মুদ্রিত ও প্রকাশিত 'আল-কুরআনুল কারীম' থেকে জেনে নেইঃ
 -------------------------------------
আল্লাহ তা'য়ালা বলেন, 
يَعْمَلُونَ لَهُ مَا يَشَاءُ مِنْ مَحَارِيبَ وَتَمَاثِيلَ وَجِفَانٍ كَالْجَوَابِ وَقُدُورٍ رَاسِيَاتٍ ۚ-
"উহারা সুলাইমানের ইচ্ছানুযায়ী প্রাসাদ, ভাস্কর্য, হাউযসদৃশ বৃহদাকার পাত্র এবং সুদৃঢ়ভাবে স্থাপিত ডেগ নির্মাণ করিত।" (সূরা সাবা : ৩৪/১৩)
এ আয়াতের 'ভাস্কর্য' এর ব্যাখ্যায় ১৩৮৫ নং টীকায় বলা হয়েছে, "تمثال বহুবচন تَمَاثِيل অর্থ ভাস্কর্য। হযরত সুলাইমান (আ)-এর শরী'আতে প্রাথমিক পর্যায়ে ইহা বৈধ ছিল, শরী'আতে মুহাম্মাদীতে বৈধ নয়।" (আল-কুরআনুল কারীম, পৃঃ ৬৯৩, টীকা নং ১৩৮৫; মাঝারি সাইজ, পৃষ্ঠা সংখ্যা ১০৬০; প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ১৯৬৮; ৫৮তম মুদ্রণ, ডিসেম্বর ২০১৭; ইসলামিক ফাউন্ডেশন, প্রতিষ্ঠাতা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান)
.
বন্ধুরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক অনুদিত, মুদ্রিত ও প্রকাশিত 'আল-কুরআনুল কারীম' থেকে ভাস্কর্যের বিধান (বৈধ/অবৈধ) সম্পর্কে কি বুঝলেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু!

Post a Comment

0 Comments