কুরআন হাতে নিয়ে চুমু খাওয়া বা কুরআন মাজিদ শরিরে লাগানো।
প্রশ্ন:- অনেকে মাথা নিচু করে কুর আনের উপর কপাল ছোয়ায় বা চুমু খায়? এটা কি ঠিক❓
উত্তর - অনেক মানুষ আছে যারা প্রতিবার কুরআন হাতে নিয়ে একটু মাথা নিচু করে বা না করে চুমু খায়, কপালে লাগায়, বুকে জড়িয়ে ধরে, শরীরে লাগায়....আবার তা রাখার সময়ও এমন করে। এটা তারা অভ্যাসে পরিণত করেছে। মূলত: এই আচরণ দ্বারা তারা কুরআনের প্রতি ভালবাসা ও শ্রদ্ধা প্রকাশ করতে চায়। কেউ হয়ত কুরআন থেকে বরকত নেয়ার উদ্দেশ্যে এমনটি করে।
যাহোক এ কাজটি শরীয়ত সম্মত নয়। কারণ, রাসুল সা. এবং সাহাবীগণ কুরআনের লিখিত কোন অংশ নিয়ে এমনটি করেন নি। কুরআন লিপিবদ্ধ হওয়ার পরও সাহাবী ও তাবেঈগণ সালাফগণ এমনটি করতেন না।
কেউ যদি নিয়মিত এমন করে তাহলে তা বিদআত হিসেবে পরিগণিত হবে। অবশ্য কেউ যদি হঠাৎ আবেগের বশ:বর্তী হয়ে কখনো কখনো এমনটি করে ফেলে তাহলে তাকে বিদআত বলা যাবে না।
আর কুরআন শরীরে লাগিয়ে বরকত নেয়ার উদ্দেশ্য থাকলে তা শিরক হিসেবে পরিগণিত। কারণ, কুরআনের গায়ে বরকত লেগে নেই। বরং কুরআন তিলাওয়াত ও আমলে বরকত রয়েছে। তাই বরকত পেতে চাইলে কুরআন তিলাওয়াত করতে হবে এবং কুরআনের বিধান অনুসারে জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আমিন।
আল্লাহু আলাম।
___________
0 Comments