Recent Tube

মরুভূমির হাতছানি - ৩১; মুহিউল ইসলাম মাহিম চৌধুরী

   
      
   রুভূমি হাছানি ;
          র্ব ;


  বাতুল্লাহ নির্মাণের ইতিহাস--

   পবিত্র কাবা ঘর আল্লাহপাকের একটি নেক নিদর্শন। পৃথিবী সৃষ্টির সূচনায় আল্লাহ তার নেক বান্দাদের মিলন মেলার জন্য কাবা ঘর নির্মাণ করেছেন। সর্বপ্রথম নির্মাণ কাজ সম্পন্ন করেন অাল্লাহর ফেরেশতারা। 
পৃথিবীতে মাটি সৃষ্টি হয়েছে এ কাবা ঘর কে কেন্দ্র করে । হাদীস শরীফে এসেছে কাবাঘরের নিচের জায়গাটুকু পৃথিবীর প্রথম জমিন। বিশাল সাগরের মাঝে এর সৃষ্টি। ধীরে ধীরে এর চারপাশ ভরাট হতে থাকে। এভাবে সৃষ্টি হয় এক মহাদেশের। আর এক মহাদেশ থেকে সৃষ্টি হয়েছে সাত মহাদেশের। পবিত্র কুরআনে আল্লাহপাক বলেছেন স্মরণ করুন সেই সময়ের কথা যখন  আমি ইব্রাহিমকে বাইতুল্লাহ স্থান  নির্ধারণ করে বলেছিলাম যে, ''আমার সঙ্গে কাউকে শরীক করো না'' ।
আর সে কারণে মক্কার পরোতে পরোতে জড়িয়ে আছে ইব্রাহিম আলাই সালাম এর অসংখ্য স্মৃতিচিহ্ন।  একনিষ্ঠতা কাবাঘর নির্মাণের প্রধান উপকরণ ছিল। 
কোরঅান বলছে
""স্মরণ করো যখন যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা ঘরের ভিত্তি স্থাপন করেছিল ''তারা দোয়া করেছিল হে আমাদের রব আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন।
সেই থেকে এই কাবা ঘরে বহুবার পুনর্নির্মাণ করা হয়েছে। কখনো বা বন্যার কারণে কখনো বা শত্রুপক্ষের হামলার কারণে কাবাঘর টি ক্ষতিগ্রস্ত হয়েছিল। 
ঐতিহাসিকদের মতে মোট বারোবার পুননির্মাণ হয়েছে এই কা"বা ঘরটি। সর্বশেষ পুনর্গঠন এর কাজ হয় ১৯৯৬ সালে।
কা'বা নির্মাণের অংশগ্রহণ করেছেন আদি পিতা আদম আলাইহিস সালাম, ইবরাহীম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম ও সর্বশেষ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

@ গিলাফ এর রং পরিবর্তন __
কাবার গিলাফ এর রং মানেই কালো রং। কাবা ঘর কে সবসময় কালো রঙ্গের গিলাফ দিয়ে ঢেকে রাখা হয়। 
আর কাবাঘরকে ঢেকে রাখার প্রচলন শুরু হয় মূলত জুলহান গোত্রের শাসনামলে। পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা ইয়ামিন কাপড় দিয়ে কাবা ঘর কে ঢেকে রেখেছিলেন। পরে বিভিন্ন খলিফারা কাবার গিলাফ এর বিভিন্ন রং ব্যবহার করেছিলেন। 
কেউবা ব্যবহার করেছেন লাল রঙ্গের গিলাফ কেউবা ব্যবহার করেছেন সাদা রঙের গিলাফ।
তবে আমরা যে কালো রঙ্গের  গিলাফ দেখতে পাই তার প্রচলন শুরু হয়েছে আব্বাসীয় শাসনামলে। 

@কা'বার অাকৃতি--
কাবাঘর টি মূলত ডি আকৃতির আধা গোলাকার ছিল।
 যা হযরত ইব্রাহিম আলাই সালাম নির্মাণ করেছিলেন। 
ইব্রাহিম আলাই সালাম এর পরে কা"বা ঘরটি কুরাইশরা পুনর্নির্মাণ করে। 
তখন তারা অর্থনৈতিক কারণবশত কাবাঘরটির পুরো কাঠামো পুনর্গঠন করতে পারেনি। 
বর্তমানে যে অবস্থায় অাছে তার অবশিষ্টাংশকে হাতিমে কা'বা বলা হয়। কুরাইশরা এ অংশটিকেই ছেড়ে দিয়েছিল। 

----  চোখ রাখুন পরবর্তী পর্বে।
---------------------------------
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক অনলাইন এক্টিভিস্ট ও কলামিস্ট। 

Post a Comment

0 Comments