Recent Tube

শরীয়া আইনের ব্যাপারে পশ্চিমাদের ভুল ধারনা। মতিউর রহমান নিজামী রহঃ।

 

 
শরীয়া নের ব্যাপারে পশ্চিমাদের ভুল ধানা। 
-----------------------------------------------

    অধুনা পশ্চিমা জগত ইসলামের শরীয়া ভিত্তিক আইন চালুর বিষয়ে দুনিয়া ব্যাপী বিভ্রান্তিমূলক প্রচারণা জোরদার করছে| তাদের চতুর্মুখী প্রচারণার ভাব-ভঙ্গির প্রকৃতি থেকে মনে হয় শরীয়া বাস্তবায়নের বিষয়টি বাদ দিয়ে মুসলমানরা যদি নিছক অনুষ্ঠান সর্বস্ব ধর্মের অনুসারী হয়, তাহলে তারা স্বস্তি পায়| ইসলামের বিরুদ্ধে মৌলিক মানবাধিকার লংঘনের শ্লোগান মূলত তাদের ইসলাম সম্পর্কে অজ্ঞতার পরিচয় বহন করে| সেই সাথে এটি পূর্বপ্রতিষ্ঠিত ও বিদ্বেষপ্রসূত মন-মানসিকতারও একটি প্রতিফলন| তাদেরকে স্পষ্ট বলা দরকার যে, মানুষের ধর্মীয় স্বাধীনতাকে তারা মৌলিক মানবাধিকারের অংশ মনে করে কি না? যদি করে তাহলে ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ মুসলমানদের ধর্মীয় অধিকার| এ অধিকারে হস্তক্ষেপ করা এবং নাক গলানো বাস্তবে মৌলিক মানবাধিকার লংঘনের শামিল| 

     সাধারণভাবে মুসলমানদের মধ্যে বিশেষ করে নেতৃস্থানীয় মুসলমানদের মধ্যে এ ব্যাপারে কোন জড়তা হীনমন্যতা থাকার কোন সুযোগ নেই| বৃহত্তর মানব গোষ্ঠীর কল্যাণ-অকল্যাণ নিয়ে যারা চিন্তাভাবনা করে, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে তাদেরও এ বিষয়টি ভেবে দেখা উচিত|

   ইসলামী শরীয়া আইন মূলত মানবাধিকার সংরক্ষণের সবচেয়ে বড় গ্যারান্টি| ইতিহাসের পাতা খুললেই একথা পরিষ্কার হয়ে যাবে যে, যেখানেই ইসলামী শরীয়া আইন কার্যকর করা হয়েছে সেখানেই সত্যিকার অর্থে নিশ্চিত হয়েছে মানবাধিকার|
-----------------------------
গ্রন্থ;
ইসলাম ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ 
লেখকঃ -শহীদ মতিউর রহমান নিজামী, 
পৃঃ ২৯।

Post a Comment

0 Comments