Recent Tube

নাগরিক হিসেবে শেখ মুজিবুর রহমান বা মেজর জিয়াউর রহমানকে শ্রদ্ধা করতে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ জরুরী নয়। আব্দুল্লাহ আরমান।


       এদেশের সাধারণ নাগরিক হিসেবে শেখ মুজিবুর রহমান বা মেজর জিয়াউর রহমানকে শ্রদ্ধা করতে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ জরুরী নয়। 
---------------------------------

      মুসলিম হিসেবে বঙ্গবন্ধুর ‘ধর্মনিরপেক্ষতা’ ও মেজর জিয়ার ‘জাতীয়তাবাদ’ উভয়টিতেই আপত্তি থাকলেও স্রেফ অন্ধ রাজনৈতিক বিবেচনায় তাদের কোনো একজনকে অপদস্থ করা হলে বাংলাদেশী ও স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের হৃদয় দগ্ধ হয়!

    ৭ই মার্চের ভাষণে স্বাধীনতা অর্জনের যে উদ্দীপনা সৃষ্টি হয়েছিলো ১১ সেক্টর থেকে গর্জে ওঠা স্বাধীনতার ডাক সেই উদ্দীপনারই বহিঃপ্রকাশ। প্রতিটি সেক্টরের অধীনে আত্মোৎসর্গিত যোদ্ধাদের  রক্তের পিচ্ছিল পথ পেরিয়েই স্বাধীনতা অর্জিত হয়েছে লাল-সবুজ পতাকা 🇧🇩।

    এদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু অগ্রনায়ক হলেও মুক্তিযোদ্ধারাই সেই স্বাধীনতার প্রকৃত রুপকার,কারণ অধিকার আদায়ের যে কোন নেতৃত্ব তখনই সফল হয় যখন একদল মানুষ সেই নেতার আহ্বানে জীবন দিতে প্রস্তুত থাকে। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা ব্যর্থ হলে এদেশের ইতিহাস এবং  বঙ্গবন্ধুর নেতৃত্ব ও ভাষণ হয়তো ভিন্নভাবে চিত্রিত হতো।

     ১১টি সেক্টরের অন্যতম জেড ফোর্সের অগ্রনায়ক ও বীর যোদ্ধা মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধু কতৃক স্বীকৃত একজন “বীরউত্তম”। স্বাধীনতোত্তর বাংলাদেশের সকল রাষ্ট্রনায়কের ন্যায় মেজর জিয়াও বিতর্কের উর্ধ্বে নন, তবে তাঁর সমালোচনার চেয়ে অর্জনের পাল্লা অনেক ভারী। তাঁর জানাজায় রেকর্ড পরিমাণ মানুষের উপস্থিতিই সাক্ষ্য দেয় আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়েই তিনি পরপারে যাত্রা করেছিলেন। রাজনৈতিক বিবেচনায় তিনি ও তাঁর শাসনকাল সমালোচনার যোগ্য হলেও মুক্তিযুদ্ধে তাঁর অবিস্মরণীয় অবদান অস্বীকার করে বঙ্গবন্ধু প্রদত্ত ‘বীরউত্তম’ খেতাব প্রত্যাহার করা সাধারণ মানুষের নিকট নিছক “রাজনৈতিক প্রতিহিংসা” হিসেবে বিবেচিত হবে এবং মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী দল হিসেবে আঃ লীগের এমন অনভিপ্রেত সিন্ধান্ত গ্রহণ নিঃসন্দেহে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করবে। 

   তাই মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের অর্জনে রাজনৈতিক ‘আঁচড়’ না পরুক এটাই আমাদের কামনা!
-------------------------------------------------------------
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক শিক্ষক ও অনলাইন এক্টিভিস্ট। 

Post a Comment

0 Comments