Recent Tube

জানলে অবাক হবেন, মুসলিমের ইমান বাচিয়ে রাখার জন্য আল্লাহ্ যা করেন.... ৷ মাহমুদ বিন ক্বাসিম হাফিয্বাহুল্লাহ।



জানলে অবাক হবেন, মুসলিমের ইমান বাচিয়ে রাখার জন্য আল্লাহ্ যা করেন....
               

ইউটিউব লিংক:https://youtu.be/nv_Y3bo4OiM

দু'আ-১

 কবর ও জাহান্নামের আযাব এবং জীবন, মৃত্যু ও দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়ার দোআ

اللّٰهُــمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ عَذَابِ جَهَنَّمَ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيْحِ الدَّجَّالِ 
     হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, জীবন-মৃত্যুর ফিতনা থেকে এবং মাসীহ দাজ্জালের ফিতনার অনিষ্টতা থেকে

   আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযু বিকা মিন ‘আযা-বিল ক্বাবরি ওয়া মিন ‘আযা-বি জাহান্নামা, ওয়া মিন ফিতনাতিল মাহ্ইয়া ওয়াল মামা-তি, ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জা-ল

      বুখারী ২/১০২, নং ১৩৭৭; মুসলিম ১/৪১২, নং ৫৮৮। আর শব্দ মুসলিমের।

★★★
দু'আ-২
 اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ."

 উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্নী আউযু বিকা আঁই য়্যাতাখাব্বাত্বানিশ শাইত্বা-নু ইন্দাল মাউত।

 অর্থঃ "হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই, মৃত্যুকালে শয়তানের প্রভাব হতে।

সূত্র: নাসায়ী,, অধ্যায়ঃ আশ্রয় প্রার্থনা,, হাদীস নংঃ- ৫৫৪৬,, ইবনে হাকিম, হাদীস খন্ডঃ- ১/হাদীস নংঃ- ৫৩১,, ইমাম হাকিম বলেনঃ এই হাদীসটি সহীহ। ইমাম যাহাবী তার সাথে একমত পোষণ করেছেন। ‘আবদুল্লাহ ইবনু সাঈদ হতে। সুনান আবূ দাউদ (তাহকিককৃত) অধ্যায়ঃ ২/ সালাত (كتاب الصلاة) হাদীস নংঃ- ১৫৫২।

Post a Comment

0 Comments