Recent Tube

উর্ধ্বলোকে বিশ্বনবী (স)। মুহিউল ইসলাম চৌধুরী।

 উর্ধ্বলোকে বিশ্বনবী (সঃ)
--------------------------------- 
    নবুয়্যতের দ্বাদশ বছর পূর্ত্তি হয়েছে । অাল্লাহ পাক চাননা মুসলমানরা অার  বিচ্ছিন্ন অবস্থায় থাকুক । শীর্ঘ্রই তাঁর হাবিবকে ইয়াসরিবে (মদীনায়) যেতে হবে ।
সেখানে ইসলামী রাষ্ট্রের ভিত্তি প্রতিষ্টিত হবে ।
এ জন্য আগেই আল্লাহ পাক চাইলেন তাঁর পিয়ারা নবীকে অদেখা বিশ্বাসের মঞ্জিল থেকে আইনাল ইয়াক্বিনের (চাক্ষুষ বিশ্বাস) মঞ্জিলে পৌছে দিতে ।

    মহান আল্লাহ এজন্যই ইথারের গতি,সময়ের গতি স্তব্ধ করে দিয়ে তাঁর বন্ধুকে এত কাছে টেনে নিলেন । শুধু মহান রব্ব আর তাঁর শ্রেষ্ঠ মাখলুক বিশ্বনবীর মাঝখানে ব্যবধান রইলো শুধু একটি নূরের পর্দার। যেই পর্দার অভ্যন্তরে বিরাজ করেন স্বয়ং রাব্বুল আলামিন।
--------------------------------- 
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক কলামিস্ট ও অনলাইন এক্টিভিস্ট। 

Post a Comment

0 Comments