Recent Tube

ভয়; শামীম আজাদ।

                                ;     আল্লাহকে কি কেবল আলেমরাই ভয়
করবে নাকি সকল মানুষকে আল্লাহকে
ভয় করতে হবে?
ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟﻨَّﺎﺱُ ﺍﺗَّﻘُﻮﺍ ﺭَﺑَّﻜُﻢْ
হে মানব জাতি! তোমরা তোমাদের রবকে ভয় কর।
সূরা আল-হাজ্জঃ ১

ﻭَﺇِﻥَّ ﻫَﺬِﻩِ ﺃُﻣَّﺘُﻜُﻢْ ﺃُﻣَّﺔً ﻭَﺍﺣِﺪَﺓً ﻭَﺃَﻧَﺎ ﺭَﺑُّﻜُﻢْ ﻓَﺎﺗَّﻘُﻮﻥِ
আর নিশ্চয় তোমাদের এই উম্মত এক উম্মত আর আমিই তোমাদের রব সুতরাং
তোমরা আমাকে ভয় কর।
সূরা মু‘মিনুনঃ ৫২

ﻳُﻨَﺰِّﻝُ ﺍﻟْﻤَﻼﺋِﻜَﺔَ ﺑِﺎﻟﺮُّﻭﺡِ ﻣِﻦْ ﺃَﻣْﺮِﻩِ ﻋَﻠَﻰ ﻣَﻦْ ﻳَﺸَﺎﺀُ ﻣِﻦْ ﻋِﺒَﺎﺩِﻩِ ﺃَﻥْ ﺃَﻧْﺬِﺭُﻭﺍ ﺃَﻧَّﻪُ ﻻ ﺇِﻟَﻪَ ﺇِﻻ ﺃَﻧَﺎ ﻓَﺎﺗَّﻘُﻮﻥِ
তিনি তার বান্দাদের মধ্যে যাকে
ইচ্ছা নির্দেশ সম্বলিত ওহীসহ ফেরেশতা প্রেরণ করেন, এই মর্মে সতর্ক করার জন্য যে, আমি ছাড়া সত্যিকার কোন ইলাহ নেই তাই তোমরা আমাকে ভয় কর।
সূরা নাহলঃ ২
ﻭَﺍﺗَّﻘُﻮﺍ ﺍﻟَّﺬِﻱ ﺧَﻠَﻘَﻜُﻢْ ﻭَﺍﻟْﺠِﺒِﻠَّﺔَ ﺍﻷﻭَّﻟِﻴﻦَ
আর তাঁকে ভয় কর যিনি তোমাদেরকেও তোমাদের পূর্ববর্তী বংশধরদেরকেসৃষ্টি করেছেন।
সূরা আশ্-শু‘আরাঃ ১৮৪

চলবে..............।
--------------------------------- 
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক ও অনলাইন এক্টিভিস্ট। 

Post a Comment

0 Comments