Recent Tube

কুরআন ও হাদীসের আলোকে কুরবানী-৪, শামীম আজাদ।







 
    কুরআন ও হাদীসের    
    আলোকে কুরবানী 
           ৪র্থ -পর্ব;

কুরবানী কাদের জন্য? 

 নিম্নের ছয়টি বিষয় যাদের মধ্যে বিদ্যমান তাদের জন্যই কুরবানীঃ

১. তাওহীদ (فَإِلٰهُكُمْ إِلٰهٌ وٰحِدٌ)
২. আল্লাহর অনুগত হওয়া (فَلَهُۥٓ أَسْلِمُو)
৩. আল্লাহ তাআ'লার নাম উচ্চারণে অন্তর কেঁপে উঠবে। (ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ)
৪. বিপদে ধৈর্য ধারন করবে। (وَالصّٰبِرِينَ)
৫. নামায কায়েম করবে। (وَالْمُقِيمِى الصَّلٰوةِ)
৬. যাকাত আদায় করবে। (وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنفِقُونَ)
৭. কুরবানী করবে। (وَالْبُدْنَ جَعَلْنٰهَا لَكُم مِّن)

وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِّيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلٰى مَا رَزَقَهُم مِّنۢ بَهِيمَةِ الْأَنْعٰمِ ۗ فَإِلٰهُكُمْ إِلٰهٌ وٰحِدٌ فَلَهُۥٓ أَسْلِمُوا ۗ وَبَشِّرِ الْمُخْبِتِينَ
প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানীর একটি নিয়ম ঠিক করে দিয়েছি, যাতে (সে উম্মতের) লোকেরা সে পশুদের ওপর আল্লাহর নাম নেয় যেগুলো তিনি তাদেরকে দিয়েছেন। (এ বিভিন্ন নিয়মের উদ্দেশ্য একই) কাজেই তোমাদের ইলাহও সে একজনই এবং তোমরা তাঁরই ফরমানের অনুগত হয়ে যাও। আর হে নবী! সুসংবাদ দিয়ে দাও বিনয়ের নীতি অবলম্বনকারীদেরকে।
সূরা হাজ্জঃ ৩৪

الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَالصّٰبِرِينَ عَلٰى مَآ أَصَابَهُمْ وَالْمُقِيمِى الصَّلٰوةِ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنفِقُونَ
যাদের অবস্থা এই যে, আল্লাহর নাম স্মরণ করা হলে তাদের হৃদয় কেঁপে ওঠে, যে বিপদই তাদের ওপর আসে তার ওপর তারা সবর করে, নামায কায়েম করে এবং যা কিছু রিযিক তাদেরকে আমি দিয়েছি তা থেকে খরচ করে।
সূরা হাজ্জঃ ৩৫

وَالْبُدْنَ جَعَلْنٰهَا لَكُم مِّن شَعٰٓئِرِ اللَّهِ لَكُمْ فِيهَا خَيْرٌ ۖ فَاذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهَا صَوَآفَّ ۖ فَإِذَا وَجَبَتْ جُنُوبُهَا فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَرَّ ۚ كَذٰلِكَ سَخَّرْنٰهَا لَكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
 আর কুরবানীর উটকে আমি করেছি তোমাদের জন্য আল্লাহর নিদর্শনগুলোর অন্তর্ভুক্ত; তোমাদের জন্য রয়েছে তার মধ্যে কল্যাণ। কাজেই তোমাদেরকে দাঁড় করিয়ে দিয়ে তাদের ওপর আল্লাহর নাম নাও। আর যখন (কুরবানীর পরে) তাদের পিঠ মাটির সাথে লেগে যায় তখন তা থেকে নিজেরাও খাও এবং তাদেরকেও খাওয়াও যারা পরিতুষ্ট হয়ে বসে আছে এবং তাদেরকেও যারা নিজেদের অভাব পেশ করে। এ পশুগুলোকে আমি এভাবেই তোমাদের জন্য বশীভূত করেছি, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো।
সূরা হাজ্জঃ ৩৬

চলবে........

Post a Comment

0 Comments