Recent Tube

শেষ রাতের ফরিয়াদ। এ,কে,এম,রুকনুজ্জামান।


শেষ রাতের ফরিয়াদ;
    এ,কে,এম,রুকনুজ্জামান;

--------------------------

 হে প্রভু,
আমি এমন সময় তোমাকে স্মরণ করছি
যখন তুমি চলে এসো ১ম আসমানে।
তুমি খালিকের কাছে দু-হাত তুলেছি,
আমি নিকৃষ্ট পাপী এ জমিনে।

 হে প্রভু,,
 আমি তোমার কাছে পানাহ চাই,
তোমার সেই পালিত কুকুর,
এই পাপিষ্ট ইবলিস থেকে,
আমি সারাক্ষণ দূরে থাকতে চাই,
সেই জগন্যতম পাপ হিংসা থেকে,
যা জ্বালিয়ে দেয় সমস্ত নেক আমলকে।

 হে প্রভু,,
আমি তোমার কাছে পানাহ চাই,
এই অহংকার ও বড়ত্বের যতো যাবতীয়
পাপাচার থেকে।
আমি সারাক্ষণ দূরে থাকতে চাই,
সেই মিথ্যা বলা থেকে
যা নিয়ে যায় লেলিহান আগুনের দিকে।

হে প্রভু,,
তোমার কাছে মিনতি করি,
আমার এই বেচে থাকা জীবনে চলি যেন সদা    সরল ও সহজ পথে।
তোমার কাছে কান্না করি,
তোমার হুকুম পালনে পারি যেন তোমার ফুটন্ত গোলাপ হতে। 

 হে প্রভু,
 আমি তোমার কাছে মিনতি করি,
 আমার এই শেষ নিঃশাসে
 ঈমান যেন নিতে পারি সাথে।
 তোমার কাছে কান্না করি,
 যেন পরকালে যেতে পারি
 তোমার চিরস্থায়ী নিয়ামত জান্নাতে।

Post a Comment

1 Comments