Recent Tube

জুমার নামাযের নিয়ত: মুখে উচ্চারণ করে পড়া সুস্পষ্ট ভুলঃ মুহাম্মদ তানজিল ইসলাম।




 জুমার নামাযের নিয়ত: মুখে উচ্চারণ করে পড়া সুস্পষ্ট ভুলঃ
-------------------------------------

 আমাদের দেশের বিভিন্ন এলাকায় জুমার নামাযের জন্য নিম্নোক্ত নিয়তটি পড়তে হবে বলে মনে করা হয় -
 نويت أن أسقط عن ذمتي فرض الظهر بأداء ركعتي صلاة الجمعة فرض الله تعالي، إقتديت بهذا الإمام متوجها إلي جهة الكعبة الشريفة الله أكبر.
'আমি জুমার দুই রাকাত নামাযের মাধ্যমে যোহরের ফরয নামাযের জিম্মা আদায় করার নিয়ত করছি এবং আমি এ ইমামের পিছনে ইকতিদা করছি, কা'বা শরীফের দিকে মুখ করে, আল্লাহু আকবার।'

  মূলত হাদীস এবং শরীয়তের অন্য কোনো দলিলে (নাওয়াই তুন আন.. সংক্রান্ত) এ ধরণের নিয়তের কোনো অস্তিত্ব নেই এবং এ ধরণের কিছু পড়তে হবে এমন বিধানও নেই।

  উল্লেখিত কথিত নিয়তে রয়েছে, 'আমি জুমার মাধ্যমে যোহরের ফরয নামাযের জিম্মা আদায় করার নিয়ত করছি'।  এ কথা সঠিক নয়। কারণ যাদের উপর জুমা ফরয, জুমা আদায় করাই তাদের দায়িত্ব। এমন নয় যে, তাদের যোহর ফরয ছিল। আর জুমার মাধ্যমে সে ফরয আদায় করছে। তাই কথিত নিয়তে এ কথাগুলো স্পষ্ট ভুল। 

  বস্তুত প্রত্যেক নামাযের মত জুমার নামাযেও নিয়তের জন্য এতটুকু যথেষ্ট যে, মনে মনে সংকল্পবদ্ধ হবে যে, আমি জুমার নামায পড়ছি। (মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক, প্রচলিত ভুল পৃঃ ৬২-৬৩)

Post a Comment

0 Comments