Recent Tube

যিনি যে পরিমান মোহর দিতে চান তিনি সে পরিমানই দিতে পারবেন’' যার যার সামর্থের উপর নির্ভর করে। ইবনে যুবাইর।



যিনি যে পরিমান মোহর দিতে চান তিনি সে পরিমানই দিতে পারবেন’' যার যার সামর্থের উপর নির্ভর করে।
--------------------------------- 

    দ্বিতীয় খলিফা ওমর বিন খাতাব তাঁর ভক্ত সমাবেশে ঘোষণা দেন, নসিহত করেন যে,‘ কেউ খুব ভারী ও বিপুল রকমের মোহর নির্ধারন করবেন না। কারন নবীজী মুহাম্মদ চার’শ দিরহামের বেশি পরিমান মোহর কাউকে দিতে বারন করেছেন।’ 

    তৎক্ষণাৎ এ কথার প্রতিবাদ জানান ওই সমাবেশে আগত এক নারী। তিনি কুরআনের ৪:২০ সুরা ও আয়াতের ব্যাখ্যা তুলে ধরে বলেন,“আর যদি তোমরা এক স্ত্রীর জায়গায় অন্য স্ত্রী আনার সংকল্প করেই থাকো, তাহলে তোমরা তাকে স্তুপীকৃত সম্পদ দিয়ে থাকলেও তা থেকে কিছুই ফিরিয়ে নিয়ো না। তোমরা কি মিথ্যা অপবাদ দিয়ে ও সুস্পষ্ট জুলুম করে তা ফিরিয়ে নেবে?

     খলিফা ওমর সঙ্গে সঙ্গে নিজের কথাটি প্রত্যাহার করে ওই নারীর বক্তব্যটিকে সঠিক বলে মন্তব্য করেন ‘যিনি যে পরিমান মোহর দিতে চান তিনি সে পরিমানই দিতে পারবেন’ (ইবনে হযর আল-আথকালানি, ফাত আল-বারী, ৯:১৬৭”)।

    সত্যেকে সত্য বলে গ্রহণ করে নিতে না হযরত ওমর (রা.) আর না তাঁর সঙ্গী সাথীগণ আগন্তুক নারীর সাথে বাদ প্রতিবাদে জড়িয়ে পড়লেননা।
এটায় হলো ইসলামের প্রকৃত সৌন্দর্য।

      অথচ,আজকের দিনে আকাবিরের কথার বাইরে চিন্তাও করাও পাপ।আকাবির যা বলেন সেটায় দলিল,সেটায় সত্য,যদিও সেটা হয় কুরআন হাদিসের বিপরীত।

Post a Comment

0 Comments