Recent Tube

আমার সনেট -০১ নূর মুহাম্মদ চৌধুরী (মুবিন);






 


 আমার সনেট -০১,

 সময়ের অপচয়:-

কোন দান অকপটে হয় অপচয়,
'হায়াত' 'জীবন' যাহা হিসাবে সময়।
সময়ের অংকেতে বাঁধা মোর প্রান,
প্রতি ক্ষণে অযতনে হয় খান খান।
হুশিয়ার হতে হতে হয়ে যায় ক্ষয়,
ধরিতে পারিনা তারে আফসোস রয়।
এ ভবে সময় যাহা সবচেয়ে দামি,
তারেই বিনাশ করি দিবানিশী  আমি।

যাহার কসম গাঁথা খোদার বিধানে,
ত্রি-চরণ হুশিয়ারী জ্ঞনী জন জানে।
যে ই দিছে মূল্য তার - সেজন স্বার্থক,
ভূ-লোকে ক'জন তার স্বার্থক স্মারক?
সময়ের যথার্থতা কভু নাহি হয়,
কবিয়াল লিখে তাই কাটায় সময়।।

সময়ের অপচয়:-

কোন দান অকপটে হয় অপচয়,
'হায়াত' 'জীবন' যাহা হিসাবে সময়।
সময়ের অংকেতে বাঁধা মোর প্রান,
প্রতি ক্ষণে অযতনে হয় খান খান।
হুশিয়ার হতে হতে হয়ে যায় ক্ষয়,
ধরিতে পারিনা তারে আফসোস রয়।
এ ভবে সময় যাহা সবচেয়ে দামি,
তারেই বিনাশ করি দিবানিশী  আমি।

যাহার কসম গাঁথা খোদার বিধানে,
ত্রি-চরণ হুশিয়ারী জ্ঞনী জন জানে।
যে ই দিছে মূল্য তার - সেজন স্বার্থক,
ভূ-লোকে ক'জন তার স্বার্থক স্মারক?
সময়ের যথার্থতা কভু নাহি হয়,
কবিয়াল লিখে তাই কাটায় সময়।।

Post a Comment

2 Comments