Recent Tube

ডাইনিং টেবিলে পানাহার এবং পানাহার সংক্রান্ত কিছু বিধিবিধান। আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।



ডাইনিং টেবিলে পানাহার এবং পানাহার সংক্রান্ত কিছু বিধিবিধান।
----------------------------------- 

প্রশ্ন: 
ডাইনিং টেবিলে খাওয়া বা নিচে বসে খাওয়ার ব্যাপারে হাদীসে কী ধরণের নির্দেশনা আছে?

উত্তর:
 এ মর্মে নিম্নোক্ত হাদীসগুলো প্রণিধানযোগ্য:
🔘 আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন,
مَا عَلِمْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَكَلَ عَلَى سُكُرُّجَةٍ قَطُّ، وَلاَ خُبِزَ لَهُ مُرَقَّقٌ قَطُّ، وَلاَ أَكَلَ عَلَى خِوَانٍ‏.‏ 

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও ‘সুকুরজা’ অর্থাৎ ছোট ছোট পাত্রে আহার করেছেন, তার জন্য কোন নরম রুটি তৈরি করা হয়েছে কিংবা তিনি কখনো টেবিলের উপর খাবার খেয়েছেন বলে আমি জানি না। 
قِيلَ لِقَتَادَةَ فَعَلَى مَا كَانُوا يَأْكُلُونَ قَالَ عَلَى السُّفَرِ‏.‏
কাতাদাকে জিজ্ঞাসা করা হলো, তাহলে তাঁরা কিসের উপর আহার করছেন? তিনি বললেনঃ  সুফরা (দস্তরখান) এর উপর।
[সহীহ বুখারী (ইফাঃ), হাদিস নম্বরঃ [4994], পরিচ্ছদঃ ২১১২. নরম রুটি আহার করা এবং টেবিল ও দস্তরখানে আহার করা।]

 🔘 আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ 
 مَا أَكَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى خِوَانٍ، وَلاَ فِي سُكْرُجَةٍ، وَلاَ خُبِزَ لَهُ مُرَقَّقٌ
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো "খিওয়ান" (টেবিল জাতীয় উচু স্থানে) এর উপর খাবার রেখে আহার করেননি এবং ছোট ছোট বাটীতেও আহার করেননি। আর তার জন্য কখনো পাতলা রুটি তৈরি করা হয় নি। ইউনুস বলেন, আমি কাতাদাকে জিজ্ঞাসা করলামঃ তা হলে তারা কিসের উপর আহার করতেন? তিনি বললেনঃ সুফরা (দস্তরখান) এর উপর।

 [সহীহ বুখারী (ইফাঃ), অধ্যায়ঃ ৫৭/ আহার সংক্রান্ত (كتاب الأطعمة), হাদিস নম্বরঃ ৫০২২] 

  মুহাদ্দিসগণ বলেন, উক্ত হাদীসগুলোতে রাসূল সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর যুহুদপূর্ণ সহজ-সরল জীবন-যাপন এবং চারিত্রিক বিনয় প্রকাশিত হয়েছে। উক্ত বিষয়গুলো অনুসরণ করা উম্মতের জন্য আবশ্যক নয়। তবে কেউ তা পালন করলে নি:সন্দেহে মুস্তাহাব (উত্তম)।
অবশ্য, পানাহারের ক্ষেত্রে যে সব বিষয় তিনি আদেশ করেছেন বা নিষেধ করেছেন সেগুলো মেনে চলা আমাদের জন্য আবশ্যক। যেমন তিনি খাওয়ার শুরুতে ‘বিসমিল্লাহ’ বলতে এবং ডান হাত ব্যবহার করতে আদেশ করেছেন। তিনি বাম হাতে পানাহার করতে নিষেধ করেছেন।
 
 এ ছাড়াও তিনি কিছু আদব শিক্ষা দিয়েছেন। যেমন, খাওয়ার পরে আল হামদুলিল্লাহ এবং খাওয়ার অন্যান্য দুআ পড়া, খাওয়ার আগে হাত ধৌত করা, যথাসম্ভব বসে পানাহার করা ইত্যাদি। তিনি খাওয়ার সময় হেলান দিয়ে খাওয়া অপছন্দ করতেন। তাই হেলান দিয়ে না খাওয়াই উত্তম। এগুলো সব খাওয়ার আদব। 

 সুতরাং আমাদের উচিৎ, পানাহারের আদবগুলো রক্ষা করা  এবং বিশেষ করে আদেশ ও নিষেধগুলো পরিপূর্ণভাবে মেনে চলা।
আল্লাহু আলাম।
---------------------------
উত্তর প্রদানে: 
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
(লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সউদী আরব)
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।

Post a Comment

0 Comments