একগুচ্ছ মনি-মুক্তা
মনি-মুক্তা, হিরা-জহরত, ডায়মন্ড ইত্যাদি পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু। কিন্তু আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতিটি হাদিস এসব থেকেও মহামূল্যবান। এখানে হাদিসের রত্ন ভাণ্ডার থেকে একগুচ্ছ মনি-মুক্তা আপনাদেরকে উপহার প্রদান করা হল। হাদিসগুলোর ভাষা খুব সংক্ষিপ্ত ও সহজ-সরল কিন্তু অর্থ অত্যন্ত ব্যাপক ও সুদূর প্রসারী। এগুলো ব্যক্তি ও সমাজ জীবনের জন্য খুবই উপকারী। প্রতিটি কথাই মুখস্থ রাখার মত। প্রতিটি বাক্যই সোনার হরফে লিখে রাখার মত। তবে আসুন, হাদিসগুলো পড়ি। সেই সাথে সেগুলো বাস্তব জীবনে প্রয়োগ করি।
আল্লাহ আমাদেরকে সব সময় ইসলামের আলোকিত সরল পথে চলার তাওফিক দান করুন। আমীন।
১. اتَّقِ اللَّه حَيْثُمَا كُنْتَ وَأَتْبِعْ السَّيِّئَةَ الْحَسَنَةَ تَمْحُهَا وخَالِقِ النَّاسَ بِخُلُقٍ حَسَنٍ
“আল্লাহকে ভয় কর যেখানেই থাক না কেন আর গুনাহের কাজ হয়ে গেলে পরক্ষণেই নেকির কাজ কর তাহলে তা গুনাহটিকে মুছে দিবে। আর মানুষের সাথে সুন্দর আচরণ কর।“ [তিরমিযী-সহীহ]
২. إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ
“সকল কাজই নিয়তের উপর নির্ভরশীল।“ [সহীহ বুখারী]
৩. الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ
“প্রকৃত মুসলিম সে ব্যক্তি যার মুখ ও হাত থেকে অন্য মুসলিমগণ নিরাপদে থাকে।“ [সহীহ বুখারী]
৪. مَنْ غَشّنا فَلَيْسَ مِنِّا
“যে আমাদের সাথে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়।” [মুসলিম]
৫. مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يُؤْذِ جَارَهُ
“যে আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়।“ [বুখারী]
৬ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ
“যে আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে।“ [বুখারী]
৭.مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ
“যে আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে নতুবা চুপ থাকে।“ [বুখারী]
৮. مِنْ حُسْنِ إِسْلَامِ الْمَرْءِ تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ
“একজন মানুষের একটি সুন্দর ইসলামি বৈশিষ্ট্য হল, সে অনর্থক কাজ পরিত্যাগ করে।“ [মুওয়াত্তা মালিক]
৯. مَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ
“যে তার কোন ভাইয়ের প্রয়োজন পূরণ করবে আল্লাহ তার প্রয়োজন পূরণ করবেন।“ [বুখারী]
১০. مَنْ فَرَّجَ عَنْ مُسْلِمٍ كُرْبَةً فَرَّجَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرُبَاتِ يَوْمِ الْقِيَامَةِ
“যে ব্যক্তি কোন মুসলিমের একটি কষ্ট দূর করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে অনেক বিপদাপদের মধ্যে একটি বিপদ থেকে উদ্ধার করবেন।“ [বুখারী]
১১. مَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ
“যে ব্যক্তি কোন মুসলিমের দোষ-ত্রুটি গোপন রাখবে কিয়ামতের দিন আল্লাহ তার দোষ-ত্রুটি গোপন রাখবেন।“ [বুখারী]
১২. عَلَيْكُمْ بِالصِّدْقِ فَإِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى الْبِرِّ وَالْبِرَّ يَهْدِي إِلَى الْجَنَّةِ
“সব সময় সত্যকে আঁকড়ে ধরে থাক। কারণ সত্য কথা ভালো কাজের পথ দেখায়। আর ভালো কাজ জান্নাতের পথ দেখায়।“ [মুসলিম]
১৩. إِيَّاكُمْ وَالْكَذِبَ فَإِنَّ الْكَذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ وَالْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ
“মিথ্যা থেকে দূরে থাক। কারণ মিথ্যা অন্যায় কাজের পথ দেখায় আর অন্যায় কাজ জাহান্নামের পথ দেখায়।“ [মুসলিম]
১৪. الدَّالُّ عَلَى الْخَيْرِ كَفَاعِلِهِ
“যে ব্যক্তি ভালো কাজের রাস্তা দেখায় সে ঐ ব্যক্তির মতই সাওয়াব পায় যে উক্ত ভালো কাজ সম্পাদন করে।” [তিরমিযী-সহীহ]
১৫. اتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ فَإِنَّهَا لَيْسَ بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ حِجَابٌ
“মজলুমের বদদুআ থেকে বেঁচে থাক। কারণ, তার বদদুআ আর আল্লাহর মাঝে কোন পর্দা নেই।“ [বুখারী]
১৬. اتَّقُوا الظُّلْمَ فَإِنَّ الظُّلْمَ ظُلُمَاتٌ يَوْمَ الْقِيَامَةِ
“তোমরা জুলুম থেকে দূরে থাক। কারণ জুলুম কিয়ামতের দিন অনেক অন্ধকার হিসেবে আবির্ভূত হতে।“ [মুসলিম]
১৭. لَيْسَ الشَّدِيدُ بِالصُّرَعَةِ إِنَّمَا الشَّدِيدُ الَّذِي يَمْلِكُ نَفْسَهُ عِنْدَ الْغَضَبِ
“কুস্তি লড়ায়ে পরাস্ত করার মাধ্যমে প্রকৃত বীর হওয়া যায় না বরং প্রকৃত বীর তো সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে।“ [বুখারী]
১৮. لَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثِ لَيَالٍ
“এক মুসলিমের জন্য অপর মুসলিম ভাইয়ের সাথে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখা বৈধ নয়।“ [বুখারী]
১৯. مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ
“দান করলে সম্পদ কমে না।“ [মুসলিম]
২০. مَا زَادَ اللَّهُ عَبْدًا بِعَفْوٍ إِلَّا عِزًّا
“ক্ষমা করলে আল্লাহ বান্দার সম্মান বাড়িয়ে দেন।“ [মুসলিম]
২১. مَا تَوَاضَعَ أَحَدٌ لِلَّهِ إِلَّا رَفَعَهُ اللَّهُ
“আল্লাহর উদ্দেশ্যে কেউ বিনয়ী হলে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন।“ [মুসলিম]
২২. لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيُوَقِّرْ كَبِيرَنَا
“যে ছোটদেরকে দয়া এবং বড়দেরকে শ্রদ্ধা করে না সে আমাদের দলভুক্ত নয়।“ [তিরমিযী]
২৩. الْغِنَى غِنَى النَّفْسِ
“অন্তরের সচ্ছলতাই প্রকৃত সচ্ছলতা।“ [বুখারী] [অর্থাৎ যে ব্যক্তি মনের দিক দিয়ে ধনী সেই আসল ধনী, শুধু অর্থ-সম্পদ বেশি থাকলেই ধনী হওয়া যায় না।]
২৪. “হে লোক সকল! তোমরা সালামের প্রসার ঘটাও, মানুষকে খাবার খাওয়াও আর মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন (তাহাজ্জুদের) সালাত আদায় কর তবে শান্তিতে জান্নাতে প্রবেশ করবে।“ [তিরমিযী]
২৫. لَا تَأْكُلُوا بِالشِّمَالِ فَإِنَّ الشَّيْطَانَ يَأْكُلُ بِالشِّمَالِ
“বাম হাতে খেও না। কারণ শয়তান বাম হাতে খায়।“ [মুসলিম]
২৬. لَا تَسُبُّوا الْأَمْوَاتَ
“তোমরা মৃতদেরকে গালি দিও না।“ [বুখারী]
২৭. لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ
“তোমাদের কেউ প্রকৃত ইমানদার হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে অন্য ভাইয়ের জন্যও তাই পছন্দ করবে।” [বুখারী]
২৮. قُلْ آمَنْتُ بِاللَّهِ ثُمَّ اسْتَقِمْ
“বল, আল্লাহর উপর ঈমান আনলাম। অতঃপর তার উপর অবিচল থাক।“ [মুসলিম]
২৯. الْبِرُّ حُسْنُ الْخُلُقِ وَالْإِثْمُ مَا حَاكَ فِي صَدْرِكَ وَكَرِهْتَ أَنْ يَطَّلِعَ عَلَيْهِ النَّاسُ
“মানুষের সাথে সুন্দর আচরণ করা হল সৎ কাজ। আর ঐ কাজটাই পাপ যা তোমার মনে খটকা সৃষ্টি করে এবং মানুষ সেটা জেনে ফেলাকে তুমি অপছন্দ কর।“ [মুসলিম]
৩০. إِنَّ مِنْ خِيَارِكُمْ أَحْسَنَكُمْ أَخْلَاقًا
“নিশ্চয় তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যার চরিত্র সবচেয়ে মধুপূর্ণ।“ [বুখারী]
৩১.مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ
“তোমাদের কেউ অন্যায় কাজ দেখলে তার কর্তব্য হল, [সাধ্য থাকলে] হাতের মাধ্যমে তা প্রতিহত করা, না পারলে মুখের ভাষা দ্বারা, তাও না পারলে অন্তর দ্বারা। আর এটাই হল দুর্বলতম ঈমানের পরিচয়।“ [মুসলিম]
৩২. خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ
“তোমাদের মধ্যে সে ব্যক্তি শ্রেষ্ঠ যে নিজে কুরআন শেখে এবং অন্যকে শেখায়।“ [বুখারী]
৩৩. ارْحَمُوا مَنْ فِي الْأَرْضِ يَرْحَمْكُمْ مَنْ فِي السَّمَاءِ
“তোমরা পৃথিবীবাসীদের প্রতি দয়া কর তাহলে যিনি আসমানে আছেন (মহান আল্লাহ) তিনি তোমাদের প্রতি দয়া করবেন।“ [তিরমিযী]
৩৫. لَا يَدْخُلُ الْجَنَّةَ نَمَّامٌ
“চুগলখোর জান্নাতে প্রবেশ করবে না।“ [মুসলিম]
৩৬. الحياءُ شُعبةٌ من الإيمانِ
“লজ্জা ঈমানের একটি শাখা।” [বুখারী]
অনুবাদক:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
(লিসান্স, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়)
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।
#abdullahilhadi
0 Comments