Recent Tube

সালাতুত তাসবীহ পড়ার বিধান ও নিয়ম। আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।


  
সালাতুত তাসবীহ পড়ার বিধান ও নিয়ম।

  সালাতুত তাসবীহ পড়ার ব্যাপারে বর্ণিত হাদীসটি সহিহ না দুর্বল এ ব্যাপারে বিতর্ক রয়েছে।
 🌕 জমহুর মুহাক্কিকীন অর্থাৎ অধিকাংশ হাদীস পর্যালোচক হাদীসটি সহিহ বলেছেন, যেমন: ইমাম দারা কুতনী, খাতীব আল বাগদাদী, আবু মুসা আল মাদানি, আবু বকর ইবনে আবু দাউদ, হাকেম, সুয়ুতী, ইবনে হাজার, নাসিরুদ্দিন আলবানী প্রমুখ (আল্লাহর তাদের সবার প্রতি রহমত বর্ষণ করুন)।

 🌕 আর যারা দুর্বল বলেছেন তারা হলেন: ইমাম ইবনুল জাউযী, সিরাজুদ্দীন আল কাজউয়ীনী, ইমাম ইবনে তাইমিয়াহ প্রমুখ (আল্লাহ তাদের সবার প্রতি রহমত বর্ষণ করুন)।
 তবে সার্বিক বিবেচনায় হাদীসটি হাসান, যা সহিহ হাদিসের আওতাভুক্ত। এতএব এ হাদীস অনুযায়ী আমল করা শুদ্ধ হবে। আল্লাহু আলাম    
                    
  সালাতুত তাসবীহ পড়ার নিয়ম:

 এ ব্যাপারে বর্ণিত হাদিসটি নিম্নে উল্লেখ করছি-
 ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আব্বাস ইবনে আব্দিল মুত্তালিবকে বলেছেন,‌ হে চাচা, আমি কি আপনাকে দেব না? আমি কি আপনাকে প্রদান করব না? আমি কি আপনার নিকটে আসব না? আমি কি আপনার জন্য দশটি সৎ গুনের বর্ণনা করব না যা করলে আল্লাহ তাআলা আপনার আগের ও পিছনের, নতুন ও পুরাতন, ইচ্ছায় ও ভুলবশত কৃত, ছোট ও বড়, গোপন ও প্রকাশ্য সকল গুনাহ মাফ করে দেবেন। আর সে দশটি সৎ গুন হল: আপনি চার রাকাত নামাজ পড়বেন।
- প্রতি রাকাআতে সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পড়বেন। 
 প্রথম রাকাতে যখন কিরাআত পড়া শেষ করবেন তখন দাঁড়ানো অবস্থায় ১৫ বার বলবেন:

سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ 

 - এরপর রুকুতে যাবেন এবং রুকু অবস্থায় (উক্ত দুআটি) ১০ বার পড়বেন।
 - এরপর রুকু থেকে মাথা ওঠাবেন এবং ১০ বার পড়বেন।
 - এরপর সিজদায় যাবেন। সিজদা রত অবস্থায় ১০ বার পড়বেন। 
 - এরপর সিজদা থেকে মাথা উঠাবেন অতঃপর ১০ বার পড়বেন। 
এরপর আবার সিজদায় যাবেন এবং সিজদা রত অবস্থায় ১০ বার পড়বেন। 
এরপর সিজদা থেকে মাথা ওঠাবেন এবং ১০ বার পড়বেন।
এ হলো প্রতি রাকাতে ৭৫ বার।
আপনি চার রাকাতেই অনুরূপ করবেন।যদি আপনি প্রতিদিন আমল করতে পারেন, তবে তা করুন। আর যদি না পারেন,তবে প্রতি জুমআয় একবার। যদি প্রতি জুমআয় না করেন তবে প্রতি মাসে একবার। আর যদি তাও না করেন তবে জীবনে একবার।(ইবনে মাজাহ)    
আল্লাহ সবচেয়ে ভালো জানেন।
------------------------------- 
উত্তর প্রদানে: 
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল। 
(লিসান্স, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়)
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদি আরব
#abdullahilhadi

Post a Comment

0 Comments