Recent Tube

বানানো মাকে জড়িয়ে ধরার বিধান। আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।


বানানো মাকে জড়িয়ে ধরার বিধান
-----------------
প্রশ্ন: আমি এক মহিলাকে মা বানিয়েছি। এতে আমার নিজের মা’র পক্ষ থেকে কোনো বাধা নেই। আমি কি আমার বানানো মাকে জড়িয়ে ধরতে পারবো?

উত্তর:

কোন পর মহিলার প্রতি সম্মান ও ভালবাসা প্রকাশের উদ্দেশ্যে তাকে ‘মা’ বলা জায়েজ। কিন্তু এতে তিনি গর্ভধারিণী মা’র মত ‘মাহরাম’ সাব্যস্ত হবেন না।
সুতরাং আপনি যদি বুঝমান বা প্রাপ্ত বয়স্ক হয়ে থাকেন তাহলে তার সাথে আপনার পর্দা রক্ষা করা আবশ্যক। তার সাথে নিষ্প্রয়োজনে কথা বলা, একান্ত নির্জনে যাওয়া এবং তাকে স্পর্শ করা বা জড়িয়ে ধরা সম্পূর্ণ হারাম।

অবশ্য আপনি যদি দু বছর বয়সের মধ্যে তার দুধ পান করে থাকেন তাহলে তিনি আপনার ‘দুধ মা’ এবং আপনি তার ‘দুধ সন্তান’ সাব্যস্ত হবেন। সে ক্ষেত্রে তিনি হুবহু আপনার জন্মদাত্রী মায়ের মতই ‘মাহরাম’ হিসেবে গণ্য হবেন। তখন তার মাঝে ও আপনার মাঝে পর্দা রক্ষা করা আবশ্যক নয়।
আল্লাহু আলাম।

উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব

#সংক্ষিপ্ত_প্রশ্নোত্তর

Post a Comment

0 Comments