Recent Tube

প্রশ্নোত্তরে পবিত্রতা ও সালাত। লেখক: আব্দুল্লাহ আল কাফী বিন আব্দুল জলীল। সম্পাদক: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল






 প্রশ্নোত্তরে ইসলামী জ্ঞান (পর্ব- ৮) 
বিষয়: পবিত্রতা ও সালাত

৫১৫. প্রশ্ন: নামাজ বিশুদ্ধ হওয়ার পূর্বশর্ত কি?
উত্তর: পবিত্রতা।

৫১৬. প্রশ্ন: ওজুর ফরজ কয়টি ও কী কী?
উত্তর: ওজুর ফরজ ৬টি। যথা:

ক) সমস্ত মুখমণ্ডল ধৌত করা।
খ) কুনুই পর্যন্ত দুহাত ধৌত করা।
গ) সম্পূর্ণ মাথা মাসেহ করা।
ঘ) টাখনুসহ দু পা ধৌত করা।
ঙ) তারতীব (ধারাবাহিকতা) রক্ষা করা।
ছ) পরস্পর করা। (এক অঙ্গ না শুকাতে অন্য অঙ্গ ধৌত করা)

৫১৭. প্রশ্ন: ওজুর অঙ্গ-প্রত্যঙ্গ কি তিনবার করে ধৌত করা ওয়াজিব?
উত্তর: না, বরং সুন্নত।

৫১৮. প্রশ্ন: ওজুর শুরুতে কী বলতে হয়?
উত্তর: বিসমিল্লাহ (আল্লাহ নামে শুরু)

৫১৯.প্রশ্ন: রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “কিয়ামত দিবসে আমার উম্মতের পরিচয় হচ্ছে, তাদের কপাল ও পদযুগল শুভ্র-আলোকময় হবে।” কী কারণে তা হবে?
উত্তর: ওজুর কারণে

৫২০.  প্রশ্ন: কোন সময় দু হাত কব্জি পর্যন্ত ধৌত করা ওয়াজিব?
উত্তর: ঘুম থেকে উঠে পানির পাত্রে হাত প্রবেশ করানোর আগে।

৫২১.প্রশ্ন: টয়লেটে প্রবেশ ও সেখান থেকে বের হওয়ার আদব কী?
উত্তর: প্রথমে বাম পা তারপর ডান দিয়ে প্রবেশ করতে হবে। বের হওয়ার সময় প্রথমে ডান পা তারপর বাম দিয়ে বের হবে।

৫২২. প্রশ্ন: ওজু নামাজ বা যে কোন ইবাদতের শুরুতে নাওয়াইতু.. বলে মুখে নিয়ত উচ্চারণ করার হুকুম কী?
উত্তর: নাজায়েজ- বিদআত। (কেননা হাদিসে এর কোন প্রমাণ নেই)

৫২৩. প্রশ্ন: কোনও পাত্রে কুকুরে মুখ দিলে কী করতে হবে?
উত্তর: পাত্রের বস্তু ফেলে দিয়ে ১ম বার মাটি দ্বারা ঘোষতে হবে এবং তারপর আরও ৬ বার পানি দ্বারা (মোট সাত বার) ধৌত করতে হবে।

৫২৪. প্রশ্ন: পেশাব-পায়খানা করার সময় কিবলার দিকে মুখ করে বসার বিধান কী?
উত্তর: ফাঁকা মাঠে পেশাব-পায়খানা করলে কিবলা সামনে বা পিছনে রাখা জায়েজ নয়।

৫২৫. প্রশ্ন: কোন দুটি কাজে মানুষের লানত (অভিসম্পাত) পেতে হয়?
উত্তর: রাস্তা এবং ছায়াদার বা ফলদার বৃক্ষের নীচে পেশাব-পায়খানা করলে।

৫২৬. প্রশ্ন: পেশাব করার পর কুলুখ ধরে চল্লিশ কদম হাঁটার বিধান কী?
উত্তর: বিদআত। (কেননা হাদিসে এর কোন প্রমাণ নেই)

৫২৭.  প্রশ্ন: পবিত্রতার জন্য পানি ব্যবহার করার পূর্বে কি অবশ্যই কুলুখ ব্যবহার করতে হবে?
উত্তর: আবশ্যক নয়। এটিকে সুন্নত বা আবশ্যক মনে করা দীনের মধ্যে নিছক বাড়াবাড়ি। (তবে কেউ ইচ্ছা করলে সুন্নত মনে না করে করতে পারে)

৫২৮.  প্রশ্ন: যদি সন্দেহ হয় যে পেশাব শেষ করার পরও যেন কিছু বের হচ্ছে। তখন কী করতে হবে?
উত্তর: সন্দেহের দিকে ভ্রুক্ষেপ করবে না। ওজু শেষ করে লজ্জা স্থানের সামনে পানির ছিটা দিবে।

৫২৯.  প্রশ্ন: কোন্‌ কোন্‌ বস্তু দ্বারা কুলুখ নেয়া জায়েজ নয়?
উত্তর: হাড়, গোবর, খাদ্য জাতীয় এবং প্রত্যেক সম্মানিত বস্তু।

৫৩০.  প্রশ্ন: ওজুতে তারতীব বা ধারাবাহিকতা রক্ষা করার অর্থ কী?
উত্তর: এর অর্থ হচ্ছে, ওজুর অঙ্গ-প্রত্যঙ্গ যেটা আগে ধোয়ার নিয়ম সেটার আগে অন্যটা না ধোয়া।

৫৩১.  প্রশ্ন: ওজুর ক্ষেত্রে মুয়ালাত বা ধারা পরম্পরা রক্ষা করার অর্থ কী?
উত্তর: এক অঙ্গ ধোয়ার পর পরবর্তী অঙ্গ ধৌত করতে এতটুকু বিলম্ব না করা যাতে আগের অঙ্গ শুকিয়ে যায়। (অর্থাৎ এক অঙ্গ শুকানোর পূর্বে আরেক অঙ্গ ধৌত করা)

৫৩২.  প্রশ্ন: ওজুতে ঘাড় মাসেহ করার বিধান কী?
উত্তর: বিদআত। কেননা এক্ষেত্রে কোন সহীহ হাদিস নেই।

৫৩৩.  প্রশ্ন: কোন্‌ কোন্‌ কাজের জন্য ওজু আবশ্যক?
উত্তর: নামাজ, কাবা ঘরের তওয়াফ ও কুরআন স্পর্শ করার জন্য।

৫৩৪. প্রশ্ন: মিসওয়াক ব্যবহার করার হুকুম কি?
উত্তর: সুন্নত।

৫৩৫.  প্রশ্ন: মিসওয়াক ব্যবহার করার উপকারিতা কী?
উত্তর: এতে মুখের দুর্গন্ধ দূর হয় এবং আল্লাহ সন্তুষ্ট হন।
 
৫৩৬. প্রশ্ন: বিশেষভাবে কখন মিসওয়াক করা সুন্নত?
উত্তর: ওজুর পূর্বে, নামাজের পূর্বে, কুরআন পাঠের পূর্বে এবং ঘুম থেকে উঠার পর।

৫৩৭.  প্রশ্ন: রোজাদার কি মিসওয়াক করতে পারে?
উত্তর: রোজাদারের মিসওয়াক করা সুন্নত।

৫৩৮. প্রশ্ন: নাক থেকে রক্ত বের হলে কি ওজু নষ্ট হবে?
উত্তর: না, ওজু নষ্ট হবে না।

৫৩৯. প্রশ্ন: শরীরের কোন স্থান কেটে অল্প/বেশি রক্ত বের হলে ওজু থাকবে কি?
উত্তর: হ্যাঁ, এতে ওজু নষ্ট হয় না। কোন কোন ইমামের মতে অধিক রক্ত বের হলে ওজু নষ্ট হয়ে যায়।

৫৪০. প্রশ্ন: ওজু ভঙ্গের কারণ কি?
উত্তর: পেশাব-পায়খানার রাস্তা দিয়ে কোন কিছু বের হওয়া, নিদ্রা প্রভৃতির মাধ্যমে অজ্ঞান হওয়া, কোন আড়াল ছাড়া লজ্জা স্থান স্পর্শ করা ও উটের মাংস খাওয়া।

৫৪১.প্রশ্ন: কী খেলে ওজু নষ্ট হয়?
উত্তর: উটের মাংস খেলে ওজু নষ্ট হয়।

৫৪২.  প্রশ্ন: বসে বসে ঘুমালে কি ওজু নষ্ট হয়?
উত্তর: না, বসে বসে কোন কিছুতে হেলান না দিয়ে ঘুমালে ওজু নষ্ট হয় না।

৫৪৩.  প্রশ্ন: ওজুর প্রারম্ভে দু হাত কব্জি পর্যন্ত ধৌত করা ওয়াজিব নাকি সুন্নত?
উত্তর: সুন্নত।

৫৪৪.  প্রশ্ন: পবিত্রাবস্থায় মোজা পরিধান করলে কি তার উপর মাসেহ করা যাবে?
উত্তর: হ্যাঁ কোন অসুবিধা নেই।

৫৪৫. প্রশ্ন: কোন্‌ ধরণের পবিত্রতায় মোজার উপর মাসেহ করা জায়েজ?
উত্তর: ছোট নাপাকি থেকে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে। (অর্থাৎ কেবল ওজুর ক্ষেত্রে; গোসলের ক্ষেত্রে নয়)

৫৪৬.  প্রশ্ন: মুকিম (আবাসে অবস্থান কারী) কতক্ষণ মোজার উপর মাসেহ করতে পারবে?

উত্তর: এক দিন এক রাত বা ২৪ ঘণ্টা।
৫৪৭.  প্রশ্ন: মুসাফির কতদিন মোজার উপর মাসেহ করতে পারবে?

উত্তর: তিন দিন-তিন রাত বা ৭২ ঘণ্টা।

৫৪৮.  প্রশ্ন: মোজার কোন্‌ স্থানে মাসেহ করতে হয়?
উত্তর: পায়ের উপর অংশ।

৫৪৯.  প্রশ্ন: মোজার উপর মাসেহ কখন বাতিল হয়?
উত্তর: (১) গোসল ফরজ হওয়ার কারণ ঘটলে এবং (২) নির্দিষ্ট সময় অতিবাহিত হলে।

৫৫০.  প্রশ্ন: গোসল ফরজ হওয়ার দুটি কারণ বলুন।
উত্তর: বীর্যপাত হওয়া এবং স্ত্রী সহবাস করা।

৫৫১. প্রশ্ন: ফরজ গোসল বিশুদ্ধ হওয়ার পূর্বশর্ত কি নিয়ত করা?
উত্তর: হ্যাঁ, যেহেতু ফরজ গোসল একটি ইবাদত।

৫৫২. প্রশ্ন: ফরজ গোসলের ক্ষেত্রে কোন বিষয়ে সবচেয়ে গুরুত্বারোপ করতে হবে?
উত্তর: পুরো শরীর ভালোভাবে ভেজানো-যেন কোন অংশ শুকনা থেকে না যায়।

৫৫৩.  প্রশ্ন: জুমার দিন গোসল করা সুন্নত নাকি ওয়াজিব?
উত্তর: সুন্নত।

৫৫৪.  প্রশ্ন: ইহরামের পূর্বে গোসল করা ওয়াজিব। সত্য নাকি মিথ্যা?
উত্তর: মিথ্যা। সঠিক হল, তা সুন্নত; ওয়াজিব নয়।

৫৫৫.  প্রশ্ন: নাপাক ব্যক্তির উপর এগুলোর মধ্যে কোন কাজটি করা হারাম? নামাজ ও খানাপিনা।
উত্তর: নামাজ। নাপাক অবস্থায় খাদ্য গ্রহণ হারাম নয়।

৫৫৬.  প্রশ্ন: হায়েজ-নেফাস শেষ হলে গোসল করা সুন্নত। সত্য না মিথ্যা?
উত্তর: মিথ্যা। বরং তখন গোসল করা ফরজ।

৫৫৭.  প্রশ্ন: স্ত্রী সহবাস করার পর যদি বীর্যপাত না হয়, তবে করার বিধান কি?
উত্তর: গোসল করা ওয়াজিব।

৫৫৮. প্রশ্ন: নাপাক ব্যক্তির উপর কি কি হারাম?
উত্তর: নামাজ, তওয়াফ, কুরআন স্পর্শ ও পাঠ করা এবং মসজিদে অবস্থান করা।

৫৫৯.  প্রশ্ন: কোন ধরণের শুকনো বস্তু দ্বারা পবিত্রতা অর্জন করা যায়?
উত্তর: মাটি দ্বারা তায়াম্মুমের মাধ্যমে।

৫৬০.  প্রশ্ন: তায়াম্মুম করে নামাজ পড়ার পর সময় পার হওয়ার আগেই যদি পানি পাওয়া যায়, তবে নামাজ কি ফিরিয়ে পড়তে হবে?
উত্তর: না, নামাজ ফিরিয়ে পড়তে হবে না।

৫৬১.প্রশ্ন: কোন ধরণের অসুস্থতায় তায়াম্মুম করতে পারবে?
উত্তর: পানি ব্যবহার করলে যদি অসুখ বেড়ে যায় বা ভাল হতে দেরী হয় তবে তায়ম্মুম করতে পারবে।

৫৬২. প্রশ্ন: কোন ধরণের নাপাকিতে তায়াম্মুম করতে পারবে?
উত্তর: ছোট-বড় সব ধরণের নাপাকিতে। (অর্থাৎ ওজু ও ফরজ গোসল উভয় ক্ষেত্রেই তায়াম্মুম যথেষ্ট)

৫৬৩. প্রশ্ন: সংক্ষেপে তায়াম্মুমের পদ্ধতি উল্লেখ করুন।
উত্তর: দু হাতে পবিত্র মাটি নিয়ে তাতে ফুঁ দিয়ে মুখমণ্ডল ও দু হাতের কব্জি পর্যন্ত মাসেহ করবে।

৫৬৪. প্রশ্ন: তায়াম্মুমের জন্য কয় বার মাটি নিতে হবে?
উত্তর: একবার।

৫৬৫. প্রশ্ন: ঋতুমতী নারীর জন্য কী কী করা হারাম?
উত্তর: সহবাস, নামাজ, রোজা, কাবা ঘরের তওয়াফ, কুরআন স্পর্শ করা ও মসজিদে অবস্থান করা।

৫৬৬.  প্রশ্ন:  ঋতুমতী সালাতের কাজা আদায় করবে না, কিন্তু রোজার কাজা আদায় করবে। সত্য না মিথ্যা?
উত্তর: সত্য।

৫৬৭.  প্রশ্ন: সালাত শব্দের আভিধানিক অর্থ কি?
উত্তর: দুআ।

৫৬৮. প্রশ্ন: মুসলিমদের উপর সালাত কখন ফরজ হয়?
উত্তর: মেরাজের রাতে।

৫৬৯. প্রশ্ন: সালাত ইসলামের কয় নম্বর স্তম্ভ?
উত্তর: দ্বিতীয়।

৫৭০. প্রশ্ন: ঈমানের পর মুসলিমদের উপর সর্বপ্রথম কোন্‌ ইবাদত ফরজ করা হয়?
উত্তর: সালাত।

৫৭১. প্রশ্ন: নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মৃত্যুর পূর্বে সর্বশেষ কোন বিষয়ে নসিহত করেন?
উত্তর: সালাত এবং দাস-দাসী চাকর-চাকরানীদের সাথে সদ্ব্যবহারের।

৫৭২.  প্রশ্ন: মানুষ কিয়ামতের মাঠে সর্বপ্রথম কোন বিষয়ে জিজ্ঞাসিত হবে?
উত্তর: সালাত সম্পর্কে।

৫৭৩.  প্রশ্ন: মেরাজে প্রথমে কত ওয়াক্ত নামাজ ফরজ করা হয়? অতঃপর কত ওয়াক্তে তা স্থির হয়?
উত্তর: প্রথমে ৫০ ওয়াক্ত। পরে পাঁচ ওয়াক্তে স্থির হয়েছে।

৫৭৪. প্রশ্ন: সন্তানের বয়স কত হলে তাকে নামাজের আদেশ দিতে হবে?
উত্তর: ৭ বছর হলে।

৫৭৫. প্রশ্ন: কোন্‌ ইবাদত পরিত্যাগ করলে কুফরি হয়?
উত্তর: সালাত।

৫৭৬ প্রশ্ন: সর্বপ্রথম কখন আজান প্রচলিত হয়?
উত্তর: প্রথম হিজরিতে।

৫৭৭. প্রশ্ন: কিয়ামতের দিন কোন ব্যক্তি সর্বোচ্চ কাঁধ বিশিষ্ট হবে?
উত্তর: মুয়াজ্জিন।

৫৬৮. প্রশ্ন: যে ব্যক্তি বার বছর আজান দিবে তাকে কি পুরস্কার দেয়া হবে?
উত্তর: তাকে জান্নাতে দেয়া হবে।

৫৭৯. প্রশ্ন: একজন মানুষ অজ্ঞতা বশত: কাপড়ে নাপাকি নিয়ে নামাজ আদায় করেছে। তাকে এখন কী করতে হবে?
উত্তর: তাকে উক্ত নামাজ ফিরিয়ে পড়তে হবে না।

৫৮০. প্রশ্ন: কোন কোন স্থানে নামাজ আদায় করা জায়েজ নয়?
উত্তর: গোরস্থান, শৌচাগার, উট বাঁধার স্থান, ময়লাযুক্ত স্থান এবং রাস্তার মধ্যে।

৫৮১. প্রশ্ন: পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত কীভাবে করতে হবে?
উত্তর: প্রত্যেক নামাজের জন্য আলাদাভাবে অন্তরে নিয়ত করতে হবে। মুখে নিয়ত উচ্চারণ করা বিদআত।

৫৮২  প্রশ্ন: কোন্‌ ধরণের নামাজের জন্য কিবলা মুখী হওয়া শর্ত?
উত্তর: শুধু ফরজ নামাজের জন্য।

৫৮৩.  প্রশ্ন: কোন্‌ ধরণের নামাজ বিনা শর্তে আরোহীর উপর পড়া জায়েজ?
উত্তর: সুন্নত, নফল, বিতর ইত্যাদি।

৫৮৪.  প্রশ্ন: কোন্‌ ধরণের নামাজ আরোহীর উপর কিবলা মুখী না হয়েও পড়া জায়েজ?
উত্তর: সুন্নত, নফল, বিতর ইত্যাদি।

৫৮৫.  প্রশ্ন: কিবলা অনুসন্ধান করে ব্যর্থ হয়ে অনুমান করে নামাজ আদায় করেছে। পরে জানতে পারল যে, কিবলার দিকে সে নামাজ পড়েনি। তাকে কি করতে হবে?
উত্তর: নামাজ হয়ে যাবে; তা ফিরিয়ে পড়তে হবে না।

৫৮৬. প্রশ্ন: নামাজে মহিলাদের সতর কতটুকু?
উত্তর: মুখমণ্ডল এবং কব্জি পর্যন্ত দুহাত ব্যতীত সমস্ত শরীর আবৃত করা ফরজ।

৫৮৭.  প্রশ্ন: নামাজ অবস্থায় কারো ওজু ভঙ্গ হয়ে গেলে কিভাবে বের হয়ে আসবে।
উত্তর: নিজের নাক ধরে বের হয়ে আসবে।

৫৮৮.  প্রশ্ন: রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “তার পানি পবিত্র এবং উহার মৃত প্রাণী হালাল।” কোন্‌ পানি সম্পর্কে তিনি একথা বলেছেন?
উত্তর: সমুদ্রের পানি।

৫৮৯.  প্রশ্ন: কাফেরদের ব্যবহৃত পাত্র ব্যবহার করার হুকুম কি?
উত্তর: অন্য পাত্র না পেলে ভালভাবে ধুয়ে ব্যবহার করা যাবে।

৫৯০.  প্রশ্ন: রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “কোন পান পাত্রে মাছি পড়লে, তাকে ডুবিয়ে দিবে, তারপর মাছিটি ফেলে দিয়ে উক্ত পানীয় ব্যবহার করবে।” কেন তাকে ডুবাতে হবে?
উত্তর: কেননা মাছির এক ডানায় থাকে জীবাণু আর অন্য ডানায় থাকে তার ঔষধ।

৫৯১ প্রশ্ন: কোন কারণে সর্বাধিক কবরের আজাব হয়ে থাকে?
উত্তর: শরীরে পেশাবের ছিটা লাগার কারণে।

৫৯২. প্রশ্ন: নামাজ আদায়ের সর্বোত্তম সময় কোনটি?
উত্তর: প্রথম ওয়াক্ত। (সময় হওয়ার সাথে সাথে আদায় করা উত্তম।)

৫৯৩.  প্রশ্ন: কোন্‌ নামাজ আদায় করলে মানুষ আল্লাহর জিম্মাদারির মধ্যে এসে যায়?
উত্তর: ফজরের নামাজ।

৫৯৪.  প্রশ্ন: কোন নামাজ জামাতের সাথে আদায় করলে অর্ধেক রাত্রি নফল নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়?
উত্তর: এশা নামাজ।

৫৯৫.  প্রশ্ন: কোন নামাজ জামাতের সাথে আদায় করলে পূর্ণ রাত্রি নফল নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়?
উত্তর: ফজর নামাজ।

৫৯৬.  প্রশ্ন: কোন দু রাকাত নামাজে একটি মকবুল হজ ও একটি মকবুল উমরার সওয়াব পাওয়া যায়?
উত্তর: ফজরের নামাজ পড়ে স্বীয় নামাজের স্থানে বসে থেকে সূর্য উঠার পর দু রাকাত নামাজ পড়লে।

৫৯৭.  প্রশ্ন: কোন নামাজ ছুটে গেলে মানুষ পরিবার-পরিজন ও ধন সম্পদ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়?
উত্তর: আসরের নামাজ।

৫৯৮.  প্রশ্ন: রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “মানুষ যদি জানতো এই দু নামাজে কি পুরস্কার রয়েছে, তবে হামাগুড়ি দিয়ে হলেও তাতে উপস্থিত হত।” নামাজ দুটি কী কী?

উত্তর: ইশা ও ফজর নামাজ।
৫৯৯  প্রশ্ন: কোন দুটি নামাজ মুনাফিকদের উপর সবচেয়ে ভারী ও কষ্টকর?
উত্তর: এশা ও ফজর নামাজ।

৬০০. প্রশ্ন: ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ কোনটি?
উত্তর: রাতের নফল (তাহাজ্জুদ) নামাজ।

601.প্রশ্ন: যে ব্যক্তি দিনে-রাতে ১২ রাকাত সুন্নত নামাজ নিয়মিত আদায় করবে। তাকে কী পুরস্কার দেওয়া হবে?
উত্তর: তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে।
602.  প্রশ্ন: জামাতের সাথে নামাজ পড়লে কতগুণ বেশি সওয়াব পাওয়া যায়?

উত্তর: ২৫ গুণ বা ২৭ গুণ।
603.  প্রশ্ন: সিজদার সময় কয়টি অঙ্গ মাটিতে রাখা আবশ্যক এবং তা কি কি?

উত্তর: ৭টি। (দুপা, দু হাঁটু, দুহাত এবং মুখমণ্ডল তথা নাক ও কপাল)

604.  প্রশ্ন: সফর অবস্থায় কোন কোন নামাজ একত্রিত করা যায়?
উত্তর: জোহর-আসর একসাথে ও মাগরিব-ইশা একসাথে।

605.  প্রশ্ন: কিবলা পরিবর্তন হওয়ার পর মুসলিমগণ সর্বপ্রথম কোন নামাজ কাবার দিকে আদায় করেন?
উত্তর: আসরের নামাজ।

606. প্রশ্ন: কোন নামাজে আজান নেই রুকু নেই সিজদা নেই?
উত্তর: জানাজার নামাজ।

607.  প্রশ্ন: কোন দুরাকাত সুন্নত নামাজ সম্পর্কে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “উহা দুনিয়া এবং উহার মধ্যস্থিত সকল বস্তু চাইতে উত্তম।”?
উত্তর: ফজরের দু রাকাত সুন্নত।

608.  প্রশ্ন: কোন নামাজে আজান নেই- আগে পরে কোন সুন্নত নামাজ নেই?
উত্তর: দু ঈদের নামাজ।

609. প্রশ্ন: ঈদের নামাজ কয় তাকবিরে আদায় করা সুন্নত?
উত্তর: ১২ (বার) তাকবিরে।

610. প্রশ্ন: নামাজে কোথায় হাত বাঁধা সুন্নত?
উত্তর: বুকের উপর।

611. প্রশ্ন: নামাজে কখন কখন রফউল ইয়াদায়ন (দু হাত উত্তোলন) করা সুন্নত?
উত্তর: (১) তাকবীরে তাহরিমা বলার সময় (২) রুকু করার সময় (৩) রুকু থেকে উঠার সময় এবং (৪) দু রাকাত শেষ করে তৃতীয় রাকাতের জন্য উঠার সময়।

612. প্রশ্ন: যে লোক তাড়াহুড়া করে নামাজ পড়ে- ঠিক মত রুকু করে না- রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না- ঠিক মত সিজদা করে না- তাকে হাদিসে কি বলা হয়েছে?
উত্তর: নামাজ চোর।

613.প্রশ্ন: নামাজে তাওয়ার্‌রুক করা কাকে বলে? উহার হুকুম কী?
উত্তর: তিন বা চার রাকাত নামাজের শেষ তাশাহুদে বসার সময় ডান পায়ের নীচ দিয়ে বাম পা বের করে দিয়ে নিতম্ব মাটিতে রেখে বসাকে তাওয়াররুক করা বলে। এরূপ করা সুন্নত।

614. প্রশ্ন: জায়নামাজ পাক করার জন্য ইন্নী ওয়াজ্জাহতু… দুআ পাঠ করার হুকুম কি?
উত্তর: বিদআত। (হাদিসে এর কোন প্রমাণ নেই)

615. প্রশ্ন: ফরজ নামাজ শেষে দলবদ্ধভাবে মুনাজাত করার নিয়ম কি?
উত্তর: এরূপ করা বিদআত।

616. প্রশ্ন: ঈদের নামাজ কোথায় পড়া সুন্নত? বড় জামে মসজিদে? মাঠে? বাড়ীতে?
উত্তর: মাঠে।

617.প্রশ্ন: মেয়েরা যদি জামাত করে ফরজ নামাজ পড়ে তবে তাদের ইমাম কোথায় দাঁড়াবে?
উত্তর: কাতারের মধ্যবর্তী স্থানে।

618.প্রশ্ন: পুরুষ ইমামের সাথে যদি একজন নারী জামাতে নামাজ পড়ে তবে সে কোথায় দাঁড়াবে?
উত্তর: একাকী তার পিছনে।

619. প্রশ্ন: জানাজার নামাজ (ফরজ, ফরজে কেফায়াহ, সুন্নত?)
উত্তর: ফরজে কেফায়া।

620. প্রশ্ন: কোন কাজটি নামাজের রোকন (সূরা ফাতিহা, সানা পাঠ, হাত বাঁধা)?
উত্তর: সূরা ফাতিহা পাঠ। 

621. প্রশ্ন: জানাজার তাকবীর কয়টি? (৩, ৪, ৬)?
উত্তর: ৪টি।

622.প্রশ্ন: কোন মানুষ যদি নামাজ পড়তে ভুলে যায় তবে উহা কখন আদায় করবে? (পরবর্তী দিন, স্মরণ হওয়ার সাথে সাথে, পরবর্তী ফরজ নামাজের সময়)?
উত্তর: স্মরণ হওয়ার সাথে সাথে।

 623. প্রশ্ন: কোন্‌ মুক্তাদি যদি ইচ্ছাকৃত ভাবে ইমামের পূর্বে রুকু করে, তবে তার (নামাজ বিশুদ্ধ, নামাজ বাতিল, নামাজ বিশুদ্ধ কিন্তু এরূপ করা মাকরূহ)

উত্তর: নামাজ বাতিল।

624.প্রশ্ন: মসজিদে প্রবেশ করার সময় কিভাবে প্রবেশে করবে?
উত্তর: ডান পা আগে রাখবে এবং বের হওয়ার সময় বাম পা আগে বের করবে।

625.  প্রশ্ন: নারীদের নামাজ আদায় করার সর্বোত্তম স্থান কোথায়?
উত্তর: নিজের গৃহের মধ্যে।

626.প্রশ্ন: নারীদের মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়া (ওয়াজিব, সুন্নত, জায়েজ)?
উত্তর: জায়েজ।

627.  প্রশ্ন: পুরুষদের মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ার হুকুম কি?
উত্তর: ওয়াজিব।

628.  প্রশ্ন: কোন্‌ স্থানে নামাজ পড়া নিষেধ? (গৃহে, কবরস্থানে বা মাজারে, ফাঁকা মাঠে)?
উত্তর: কবরস্থানে বা মাজারে।

629.প্রশ্ন: সর্বপ্রথম কোন্‌ মসজিদটি নির্মাণ করা হয়? (মসজিদে আকসা, মসজিদে হারাম, মসজিদে নববী)
উত্তর: মসজিদে হরাম (মক্কা)।

630.  প্রশ্ন: মসজিদে হারামে নামাজ আদায় করার সওয়াব কত
উত্তর: অন্যান্য মসজিদের তুলনায় একলক্ষ গুণ বেশী।

631.প্রশ্ন: মসজিদে নববীতে নামাজ আদায় করার সওয়াব কত?
উত্তর: এক হাজার গুণ।

632.  প্রশ্ন: কোন মসজিদে দুরাকাত নামাজ পড়লে একটি ওমরার সওয়াব পাওয়া যায়?
উত্তর: মদিনার মসজিদে কুবায়।

633.  প্রশ্ন: নামাজের একমত হয়ে গেছে এবং পেশাব বা পায়খানার চাপ পড়েছে। এসময় কোন কাজটি আগে করতে হবে?
উত্তর: পেশাব বা পায়খানা আগে সারতে হবে।

634.  প্রশ্ন: কোন্‌ ধরণের লোকদের বাড়ি-ঘর নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চেয়েছেন?
উত্তর: বিনা ওজরে যারা জামাতের নামাজে অনুপস্থিত থাকে।

635.  প্রশ্ন: নামাজে জোরে আমীন বলা কি? (ওয়াজিব, সুন্নত, হারাম)?
উত্তর: সুন্নত।

636.প্রশ্ন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “চার রাকাত নামাজের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়।” কোন সেই চার রাকাত নামাজ?
উত্তর: জোহরের পূর্বে চার রাকাত সুন্নত।

637. প্রশ্ন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “যে ব্যক্তি বার রাকাত নামাজ যথারীতি আদায় করবে, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে।” উক্ত বার রাকাত নামাজ কি?
উত্তর: পাঁচ ওয়াক্তের সাথে সংশ্লিষ্ট ১২ রাকাত সুন্নত।

638. প্রশ্ন: কোন্‌ ধরণের নামাজ গৃহে আদায় করলে বেশী সওয়াব পাওয়া যায়?
উত্তর: ফরজ ছাড়া যাবতীয় সুন্নত-নফল নামাজ।

639. প্রশ্ন: বিতর নামাজের হুকুম কি: ওয়াজিব, ফরজ, সুন্নতে মুয়াক্কাদাহ?
উত্তর: সুন্নতে মুআক্কাদা।

640. প্রশ্ন: বিতর নামাজ আদায় করার সর্বোত্তম সময় কোনটি?
উত্তর: শেষ রাতে ফজরের পূর্বে।

641. প্রশ্ন: বিতর নামাজের সর্ব নিম্ন রাকাত সংখ্যা কত?
উত্তর: ১ রাকাত।

642. প্রশ্ন: বিতর নামাজে দুআ কুনুত পাঠ করা: ওয়াজিব, ফরজ, মুস্তাহাব?
উত্তর: মুস্তাহাব।

643. প্রশ্ন: ইমামের খুতবা চলা অবস্থায় কেউ মসজিদে প্রবেশ করলে কি করবে?
উত্তর: ২ রাকাত নামাজ পড়ে বসবে।

644. প্রশ্ন: ইমামের খুতবা চলাবস্থায় পরস্পর কথা বলার হুকুম কি?
উত্তর: যারা কথা বলবে তারা জুমার সওয়াব থেকে বঞ্চিত হবে।

645. প্রশ্ন: বিশেষভাবে সপ্তাহের কোন্‌ দিন নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর প্রতি বেশী বেশী দরূদ পাঠ করা মুস্তাহাব?
উত্তর: শুক্রবার।

646. প্রশ্ন: সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন কোনটি?
উত্তর: শুক্রবার।

647. প্রশ্ন: পাঁচটি বিষয় একজন মুসলমানের পক্ষ থেকে আরেক জনের উপর ওয়াজিব। বিষয়গুলো কি কি?
উত্তর: ১) সালামের জবাব ২) হাঁচির জবাব ৩) দাওয়াত গ্রহণ ৪) অসুস্থের সুশ্রসা ৫) জানাজায় উপস্থিত হওয়া।

648. প্রশ্ন: কোন্‌ নামাজে এক কিরাত (বড় একটি পাহাড়) পরিমাণ সওয়াব পাওয়া যায়?
উত্তর: জানাজার নামাজে।
লেখক: আব্দুল্লাহ আল কাফী বিন আব্দুল জলীল
সম্পাদক: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
#abdullahilhadi

Post a Comment

0 Comments