কত বছর বয়সে শিশুকে হিফযে দেয়া উচিৎ?
-------------------------
প্রশ্ন:
আমি আমার ছেলেকে বড় আলেম বানাতে চাই। আর এটা শুনেছি যে, বড় আলেম হওয়ার জন্য হাফেয হওয়া উত্তম। তাই আমি পরামর্শ চাই যে, কত বছর বয়সে আমার সন্তানকে হাফেযী মাদরাসায় ভর্তি করব? উল্লেখ্য যে, খুব ছোট অবস্থায় হিফযে দিলে তো বাংলা-ইংরেজীতে দুর্বলতা থেকে যাবে। এ ক্ষেত্রে কী করা যায় দয়া করে সমাধান জানাবেন।
উত্তর:
মাশাআল্লাহ!! আল্লাহ আপনার উদ্দেশ্য পূরণ করুন এবং এতে আপনাকে সাহায্য করুন। আমীন।
এ ক্ষেত্রে আমার ব্যক্তিগত পরামর্শ হল, আপনি আপনার ছেলেকে ৭/৮ বছর বয়সে হেফজে দিতে পারেন। তাহলে নাজারা (দেখে শুদ্ধভাবে কুরআন পড়তে শেখা) শেষ করার পর হেফজ শুরু করবে। আর পূরা কুরআন হেফজ করতে ৩ বা ৪ বছর সময় লাগলে ১০/১১ বছর বয়সে হিফজ সম্পন্ন করতে পারবে ইনশাআল্লাহ। তবে মেধা অনুযায়ী কম বা বেশি সময় লাগতে পারে। তারপর কিতাবখানায় ভর্তি হবে।
ভালো প্রতিষ্ঠানে ভর্তি করার চেষ্টা করবেন। বর্তমানে ভালো মাদরাসাগুলোতে (বিশেষ করে ঢাকার প্রতিষ্ঠানগুলোতে) বাংলা, ইংরেজী, অংক ইত্যাদি বিষয়গুলো মুটামুটি ভালো গুরুত্ব দেয়া হয়। তাই বড় ক্লাসে উঠতে উঠতে এ বিষয়গুলো তার রপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ।
আল্লাহ সাহায্য করুন। আমীন।
----------
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার,
সৌদি আরব।
#abdullahilhadi
0 Comments