Recent Tube

দান করার সামর্থ আছে কিন্তু দান করেন না আপনাকে খুবই ভয়াবহ মৃত্যু যন্ত্রণা দেয়া হবে‼️ কিভাবে? আসুন কুরআন ও সুন্নাহর আলোকে জেনে নেই।




দান করার সামর্থ আছে কিন্তু দান করেন না 
আপনাকে খুবই ভয়াবহ মৃত্যু যন্ত্রণা দেয়া হবে‼️
মহান আল্লাহ তাআলা বলেনঃ

হে ঈমানদারগণ! আমার দেয়া জীবিকা থেকে খরচ কর সেদিন আসার পূর্বে যেদিন কোন বিক্রয়, বন্ধুত্ব এবং সুপারিশ কাজে আসবে না। বস্তুতঃ কাফিরগণই অত্যাচারী।
📗 2 আল বাকারাহঃ 254

হে মু’মিনগণ! তোমরা আল্লাহকে ভয় কর। প্রত্যেকেই চিন্তা করে দেখুক, 
আগামীকালের জন্য সে কী (পুণ্য কাজ) অগ্রিম পাঠিয়েছে। 
আর তোমরা আল্লাহকে ভয় কর, তোমরা যা কর আল্লাহ সে সম্পর্কে পুরোপুরি খবর রাখেন।
📗 59 আল হাশরঃ 18,

যে রিযক আমি তোমাদেরকে দিয়েছি তাত্থেকে (আল্লাহর পথে) ব্যয় কর তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে। 
নচেৎ (মৃত্যু এসে গেলে) সে বলবে, ‘হে আমার প্রতিপালক! তুমি আমাকে আরো কিছুকালের অবকাশ দিলে না কেন? 
তাহলে আমি সদাক্বাহ করতাম আর সৎকর্মশীলদের মধ্যে শামিল হয়ে যেতাম।’
📗 63 আল মুনাফিকুনঃ 10,

আমি নবী ﷺ কে বলতে শুনেছি, 
‘‘তোমরা জাহান্নাম থেকে বাঁচো; 
যদিও খেজুরের এক টুকরো সাদকাহ করে হয়!’’ 

📚 রিয়াদুস সলেহিনঃ ১৪৩, ৪১০, ৫৫১
সহীহুল বুখারীঃ ১৪১৩, ১৪১৭, ৩৫৯৫, ৬০২৩, ৬৫৩৯, ৬৫৬৩, ৭৪৪৩, ৭৫১২,
মুসলিমঃ ২২৩৮
নাসায়ীঃ ২৫৫২, ২৫৫৩, 
ইবনে মাজাহঃ ১৮৫, ১৮৪৩
আল লুলু ওয়াল মারজানঃ ৫৯৬, ৫৯৭
আহমাদঃ ১৭৭৮২
হাদিস সম্ভারঃ ২২১, ৫০৩, ৯২৬, 
হাদিসের মান: সহিহ হাদিস
 
যখন আল্লাহর রাসূল (ﷺ) আমাদেরকে সদকা করতে আদেশ করলেন তখন আমাদের কেউ বাজারে গিয়ে পারিশ্রমিকের বিনিময়ে বোঝা বহন করে মুদ পরিমাণ অর্জন করতে (এবং তা হতেই সদকা করত) অথচ আজ তাদের কেউ কেউ লক্ষপতি।

📚 সহিহ বুখারীঃ ১৪১৬
হাদিসের মান: সহিহ হাদিস

রাসূলুল্লাহ (ﷺ) (দু’আ করে) বলেনঃ হে আল্লাহ্‌! তুমি আমাকে দরিদ্র অবস্থায় বাঁচিয়ে রাখ, দরিদ্র থাকাবস্থায় মৃত্যু দিও এবং কিয়ামাত দিবসে দরিদ্রদের দলভুক্ত করে হাশর করো। 
(একথা শুনে) আইশা (রাঃ) বলেন, হে আল্লাহ্‌র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)! কেন এরূপ বলছেন? 
তিনি বললেনঃ হে আইশা! তারা তো তাদের সম্পদশালীদের চেয়ে চল্লিশ বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। 
হে আইশা! তুমি যাঞ্চাকারী দরিদ্রকে ফিরিয়ে দিও না। যদি দেয়ার মতো কিছু তোমার নিকট না থাকে, তাহলে একটি খেজুরের টুকরা হলেও তাকে দিও। 
হে আইশা! তুমি দরিদ্রদের ভালোবাসবে এবং তাদেরকে তোমার সান্নিধ্যে রাখবে। তাহলে কিয়ামাতের দিন আল্লাহ্‌ তা'আলা তোমাকে তাঁর সান্নিধ্যে রাখবেন।
 
📚 তিরমিজিঃ ২৩৫২
ইবনু মা-জাহঃ ৪১২৬
হাদিসের মান: সহিহ হাদিস

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, 
‘‘প্রত্যেক মুসলিমর উপর সাদকাহ করা জরুরী।’’ 
আবূ মূসা (রাঃ) জিজ্ঞাসা করলেন, ‘যদি সে সাদকাহ করার মত কিছু না পায় তাহলে?’ 
তিনি বললেন, ‘‘সে তার হাত দ্বারা কাজ করে (অর্থ উপার্জন করবে) অতঃপর তা থেকে সে নিজে উপকৃত হবে এবং সাদকাও করবে।’’ 
পুনরায় আবূ মূসা (রাঃ) বললেন, ‘যদি সে তাও না পারে?’ 
তিনি বললেন, ‘‘যে কোন অভাবী বিপন্ন মানুষের সাহায্য করবে।’’ 
আবূ মূসা (রাঃ) বললেন, ‘যদি সে তাও না পারে?’ 
তিনি বললেন, ‘‘সে মানুষকে ভাল কাজের নির্দেশ দেবে।’’ 
আবূ মূসা (রাঃ) বললেন, ‘যদি সে এটাও না পারে?’ তিনি বললেন, 
‘‘সে (অপরের) ক্ষতি করা থেকে বিরত থাকবে। কারণ, সেটাও হল সাদকাহস্বরূপ।’’

📚 রিয়াদুস সলেহিনঃ ১৪৫
বুখারীঃ ১৪৪৫, ৬০২২, 
মুসলিম ১০০৮, 
নাসায়ীঃ ২৫৩৮, 
আহমাদ ১৯০৩৭, ১৯১৮৭, 
দারেমী ২৭৪৭ 
হাদিস সম্ভারঃ ৪৭৮
হাদিসের মান: সহিহ হাদিস

 এক ব্যক্তি নবী (ﷺ)-এর নিকট এসে বললো, কোন্ লোক অধিক উত্তম? 
তিনি বলেন: 
জান-মালসহ আল্লাহর পথে জিহাদকারী। 
সে বললো, তারপর কে? তিনি বলেন: 
যে ব্যক্তি কোন গিরিসংকটে অবস্থান করে মহান আল্লাহর ইবাদতে রত থাকে এবং মানুষের ক্ষতি করা থেকে বিরত থাকে। 

📚 সুনানে ইবনে মাজাহঃ ৩৯৭৮
সহীহুল বূখারী ২৭৮৬, ৬৪৯৪, 
মুসলিম ১৮৮৮, 
তিরমিযী ১৬৬০, 
নাসায়ী ৩১০৫, 
আবূ দাঊদ ২৪৮৫, 
আহমাদ ১০৭৪১, ১০৯২৯, ১১১৪১, ১১৪২৮। 
ইরওয়া’ ১১৯৩, 
সহীহাহ ১৫৩১। 
হাদিসের মান: সহিহ হাদিস

মানুষকে তোমার অনিষ্টতা হতে মুক্ত রাখবে। 
বস্তুতঃ এটা তোমার নিজের জন্য তোমার পক্ষ হতে সাদাকাহ।
  
📚 সহিহ বুখারীঃ ২৫১৮
আল লুলু ওয়াল মারজানঃ ৫১
হাদিসের মান: সহিহ হাদিস।
------------------------- 
সম্পাদনায়: বার্তা ভিউ 

Post a Comment

0 Comments