যাদু-টোনা থেকে সুস্থতার জন্য তিন কুল তথা সূরা ইখলাস ফালাক ও নাস পাঠ করে ঝাড়ফুঁক করা যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা তেমনি হাদিসে বর্ণিত রুকিয়া সংক্রান্ত দোয়া পড়ে রুকিয়া করাও তারই শেখানো নিয়মের অন্তর্ভুক্ত :
প্রশ্ন :
নবী(সা:) কে যখন কুফরী কালাম করা হয়েছিলো তখন আল্লাহ ১১ আয়াতের মাধ্যমে ১১ গিট খুলে দিয়েছিলেন। তাহলে আমাদের আলাদা করে রুকইয়াহ করতে বলা হয় কেন?তিন কুল যথেষ্ট না কেন?
উত্তর :
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল তা সত্য। কিন্তু তাতে ১১ টি গিট ছিল কিনা এ ব্যাপারে কোন হাদিস আমার জানা নেই। থাকলে তা উল্লেখ করতে পারেন।
যাহোক, যাদু-টোনা থেকে সুস্থতার জন্য তিন কুল তথা সূরা ইখলাস ফালাক ও নাস এই তিনটি পাঠ করে রুকিয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুরূপভাবে জাদু-টোনা, বদনজর ইত্যাদি থেকে আত্মরক্ষার জন্য এগুলো সকাল-সন্ধ্যা ও ঘুমানোর পূর্বে সঠিক নিয়মে আমল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সুতরাং জাদুগ্রস্থ ব্যক্তিকে উক্ত তিনটি সূরা পাঠ করে রুকিয়া বা ঝাড়ফূঁক করতে হবে। পাশাপাশি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকিয়া করার জন্য আরও যেসব দোয়া শিক্ষা দিয়েছেন সেগুলো আমল করতে হবে। অর্থাৎ উক্ত তিনটা সূরা পাঠ করে ঝাড়ফুঁক করা যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা তেমনি হাদিসে বর্ণিত রুকিয়া সংক্রান্ত দোয়া পড়ে রুকিয়া করাও তারাই শেখানোর নিয়মের অন্তর্ভুক্ত।
অতএব আমাদের উচিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শেখানো পদ্ধতিতে রুকিয়া বা ঝাড়ফুঁক করা।
তাহলে আশা করা যায়, আল্লাহ তাআলা এই মুসিবত থেকে রক্ষা করবেন। ইনশাআল্লাহ। নিশ্চয়ই আল্লাহ আরোগ্য দানকারী।
আরো পড়ুন :
রাতে ঘুমানোর পূর্বে তিন কুল পড়ে শরীরে ফুঁ দেয়ার সুন্নাহ সম্মত পদ্ধতি:
https://m.facebook.com/story.php?story_fbid=3761853780581035&id=655960327837078&mibextid=Nif5oz
সূরা ফাতিহা ও কুরআনের অন্যান্য সূরা দ্বারা রুকিয়া (ঝাড়ফুঁক) করার নিয়ম
https://m.facebook.com/story.php?story_fbid=3764079297025150&id=655960327837078&mibextid=Nif5oz
রুকিয়া/ঝাড়ফুঁক সংক্রান্ত অডিও-ভিডিও শুনার বিধান:
https://m.facebook.com/story.php?story_fbid=3773480099418403&id=655960327837078&mibextid=Nif5oz
পানিতে রুকিয়া বা ঝাড়ফুঁক করে তা পান করা বা তা দ্বারা গোসল করার বিধান এবং এ সংক্রান্ত একটি ভ্রান্তি নিরসন
https://m.facebook.com/story.php?story_fbid=1341286849624190&id=235040300248856&mibextid=Nif5oz
উত্তর প্রদানে :
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।
#abdullahilhadi
#সংক্ষিপ্ত_প্রশ্নোত্তর
0 Comments