মৃত্যু পথযাত্রীকে "লা ইলাহা ইল্লাল্লাহ"-এর তালকিন দেওয়া:
প্রশ্ন :
মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তিকে কিভাবে কালেমার তালকিন দিবো?
-------------------------
উত্তর :
মৃত্যু পথযাত্রীকে "লা ইলাহা ইল্লাল্লাহ"-এর তালকিন দেওয়া:
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
لَقِّنُوا مَوْتَاكُمْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ
"তোমরা মুমূর্ষ ব্যক্তিকে “লা-ইলা-হা ইল্লাল্লহ" (আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই) তালকিন দাও (পড়াও)।"
[সহীহ মুসলিম (হাদীস একাডেমী) , অধ্যায়: ১২। জানাজা সম্পর্কিত, পরিচ্ছেদ: ১. "লা ইলাহা ইল্লাল্লহ" বলে মাইয়েতকে তালকিন দেওয়া]
তালকিন অর্থ: মৃত শয্যায় শায়িত ব্যক্তির পাশে বসে তাকে শুনিয়ে "লা ইলাহা ইল্লাল্লাহ" পাঠ করা বা ছোট বাচ্চাদেরকে যেভাবে কোন কিছু শিখিয়ে দেওয়া হয় সেভাবে শিখিয়ে দেওয়া যেন সে শুনে শুনে তা পাঠ করতে পারে।
কেননা হাদিসে এসেছে, দুনিয়া থেকে চির বিদায় গ্রহণের সময় যার শেষ কথা হবে "লা ইলাহা ইল্লাল্লাহ" সে জান্নাতে প্রবেশ করবে।
মুয়ায বিন জাবাল রা. কর্তৃক বর্ণিত, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
مَنْ كَانَ آخِرُ كَلاَمِهِ لَا إِلٰهَ إِلاَّ اللهُ دَخَلَ الْجَنَّةَ
"যার শেষ কথা ’লা- ইলাহা ইল্লাল্লাহ’ হবে, সে জান্নাতে প্রবেশ করবে।"এর [আহমদ ২২০৩৪, ২২১২৭, আবু দাঊদ ৩১১৮, হাকেম ১২৯৯, সহীহুল জামে’ ৬৪৭৯]
আলিমগণ বলেন, কেউ যদি ইতোপূর্বে "লা ইলাহা ইল্লাল্লাহ" (এর দাবি অনুযায়ী সৎকর্ম করে থাকে) তবেই সে মৃত্যুর পূর্বক্ষণে তা পাঠ করার তওফিক প্রাপ্ত হবে। [সানআনি, আত তানভীর ১০/৩৬৭]
আরো পড়ুন :
'কালেমা তাইয়েবা' কোন বাক্যটি? শুধু ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ নাকি ‘মুহাম্মাদুর রসুলুল্লাহ’ সহ উভয়টি? আর আখিরাতে মুক্তির জন্য কি উভয়টির স্বীকৃতি দেওয়া আবশ্যক?
https://m.facebook.com/story.php?story_fbid=757671986363769&id=100063629227181&mibextid=Nif5oz
-------------------------
উত্তর প্রদানে :
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।
#abdullahilhadi
#সংক্ষিপ্ত_প্রশ্নোত্তর
0 Comments