Recent Tube

কসরের বিধান কার ওপর প্রযোজ্য হবে? আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।


 কসরের বিধান কার ওপর প্রযোজ্য হবে? 

 কোথাও স্থায়ীভাবে বসবাসকারী ব্যক্তি যদি সফরের দূরত্বে (প্রায় ৮০ কিলোমিটার) চার দিন বা তার কম সময়ের জন্য সফর করে তাহলে কসরের বিধান প্রযোজ্য হবে। কিন্তু চার দিনের বেশি থাকার ইচ্ছা থাকলে কসরের বিধান প্রযোজ্য হবে না অর্থাৎ সে ক্ষেত্রে প্রথম থেকেই পূর্ণ সালাত আদায় করতে হবে। 

 সফরের দূরত্ব এবং মেয়াদ সম্পর্কে প্রচুর দ্বিমত থাকলেও এটি সর্বাধিক শক্তিশালী অভিমত। শাইখ আব্দুল্লাহ বিন বায সহ বহু আলেম এ মত ব্যক্ত করেছেন।

 সুতরাং আপনি যেহেতু চার সপ্তাহের জন্য বেড়াতে যাচ্ছেন সেহেতু আপনার উপর কসরের বিধান প্রযোজ্য হবে না। অবশ্য যাতায়াতের পথে কসর করবেন।
কসর করার অর্থ হল: সফর অবস্থায় চার রাকআত বিশিষ্ট ফরজ নামাযগুলো কেবল দু রাকআত করে পড়া এবং সুন্নত নামাযগুলো না পড়া-বিতর ও ফজরের দু  রাকআত সুন্নত ছাড়া।
আল্লাহু আলাম।

-আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
#abdullahilhadi

Post a Comment

0 Comments