Recent Tube

আওয়ামী লীগ ও বিএনপির পার্থক্য এবং আল্লাহর আদেশ: মুহাম্মদ তানজিল ইসলাম

আওয়ামী লীগ ও বিএনপির পার্থক্য এবং আল্লাহর আদেশ:
-------------------------------------------
বৃটিশ শাসনের অবসানের পর থেকে বাংলাদেশের মানুষকে দুর্নীতি ও লুটপাটের শাসন ও স্বাধীনতায় বেঁধে রাখা বুর্জোয়া সেক্যুলারদের দুটি শীর্ষ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যকার ১০টি পার্থক্য নীচে তুলে ধরা হলো। সেই সাথে তাদের ব্যাপারে কোরআনে বিশ্বাসী মুসলমানদের করণীয় কি তাও কোরআন থেকে তুলে ধরা হলো।

১. আওয়ামীলীগ একটি অভিশপ্ত দল। এর প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হক এবং দলটির নেতৃত্ব হাইজ্যাককারী শেখ মুজিবসহ শীর্ষ নেতাদের কেউ স্বাভাবিক ভাবে কিংবা আওয়ামী লীগে সক্রিয় থেকে মৃত্যুবরণ করতে পারেনি। আর বিএনপি একটি পথভ্রষ্ট দল। দলটির প্রতিষ্ঠাতা সভাপতি জিয়াউর রহমান ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বদরুদ্দোজা চৌধুরীসহ শীর্ষ নেতৃত্বের কেউই স্বাভাবিক ভাবে কিংবা বিএনপিতে সক্রিয় থেকে মৃত্যুবরণ করতে পারেনি
-
২. আওয়ামী লীগ হলো ডাকাত, বিএনপি হলো চোর।
-
৩. আওয়ামী লীগ হলো বনু উমাইয়া, বিএনপি হলো বনু আব্বাস।
-
৪. আওয়ামী লীগ ভারতের তাঁদের, বিএনপি কারো তাঁবেদারি করার যোগ্যতাই রাখে না।
-
৫. আওয়ামী লীগ কঠোর সেক্যুলার, বিএনপি সহজ সেক্যুলার।
-
৬. আওয়ামী লীগ উগ্র ভন্ড, বিএনপি উদার ভন্ড।
-
৭. আওয়ামী লীগ চুরি ও জেনা করে নির্লজ্জভাবে, আর বিএনপি চুরি ও জেনা করে কাপড় ঢেকে।
-
৮. আওয়ামীলীগের একক কোনো প্রতিষ্ঠাতা নেই, বিএনপির একক প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।
-
৯. আওয়ামী লীগ ভারতের যোগসাজশে সঙ্ঘটিত একাত্তরের গৃহযুদ্ধকে মুক্তিযুদ্ধ বলে জাতিকে বিভক্ত করে, আর বিএনপি এ বিভক্তিকে দূরীকরণে কাজ না করে তা জিইয়ে রাখার চেষ্টা করে।
-
১০. আওয়ামী লীগের চরিত্র ইহুদীদের মত, বিএনপির চরিত্র নাসারাদের মত।
-
কোরআনী নির্দেশনা:
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَتَّخِذُواْ ٱلْيَهُودَ وَٱلنَّصَٰرَىٰٓ أَوْلِيَآءَ ۘ بَعْضُهُمْ أَوْلِيَآءُ بَعْضٍۢ ۚ وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُۥ مِنْهُمْ ۗ إِنَّ ٱللَّهَ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلظَّٰلِمِينَ
অর্থ: "হে মুমিনগণ! তোমরা ইহুদী ও নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। আর তোমাদের মধ্য থেকে যে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, সে তাদেরই দলভুক্ত হবে। নিশ্চয় আল্লাহ জালিম লোকদেরকে সঠিক পথে পরিচালিত করেন না।" [সূরা মায়েদা, আয়াত: ৫১]।
-
মহান আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন।
-
লেখা: আবুল হুসাইন আলেগাজী 
ইসলামী গবেষক ও সমাজ চিন্তক।

Post a Comment

0 Comments