Recent Tube

বিতিকিচ্ছা-০৮, নুর মুহাম্মদ চৌধূরী ।

"একটা ভিন্ন ব্যাপার"
_______________________________________
      অদৃষ্টের লিখন, না যায় খণ্ডন।
দু'য়ে দু'য়ে বাইশ গুণে ভাগ্যবান সুজন।
দু'য়ে দু'য়ে চার হওয়া  সাধারণ আচার।
তবে সুজনের ক্ষেত্রে অংকটি পুরো ভিন্ন ব্যাপার।
        আমি যে সুজনের কথাটি বলছি- সে আর কেউ নয়, সেতো আমাদেরই কাউয়া। মহিয়সী রমনীর পাঁ ছুঁয়ে সালাম করে কপালে  রাজটিকা ধারণ করেছে আমাদের কাউয়া। সুতরাং শুধুই তার জয়-জয়কার।

 চাল ফোঁড়ে লাল পড়ে কাউয়া সুজনের  ঘরে। এদিকে সর্বনাশা হাহুতাশে অহর্নিশ ভোগে পরিজন মরে।
সুজন কাউয়ার মিছিলে যোগ দিতে আকাংখা নাই কার।
তবে সাধ্যে কুলালেও তা ভাগ্যে জুটেনা সবার।

      এখানে ভাগ্য একটি বিশাল ব্যাপার।
যতই দাও হামাগুড়ি,--
দিবস রজনী ধরি,
শুন্য ছাড়া কিছুই না জুটিবেনা তোমার।
এখানে ভাগ্য একটা বিশাল ব্যাপার।
খাতা আছে, কলম আছে, পাটিগণিতের সূত্রও আছে যথা,
তবে দিনভর অংক কষে কষে অত:পর ঘুরে যাবে মাথা।
কোন ভাবেই ভাঙ্গিবেনা ভেদ গনিতের চাকার।
 এখানে ভাগ্য একটি বিশাল ব্যাপার।
   
         গেল ফাল্গুনে যাত্রাপথে যমদূত এসেছিল। কিন্তু ভুল করে নাকি থলে তার পিছনে রয়ে গিয়েছিল। যমদূতের মন চায়, দেখে আসি কি চায় প্রীয় বোন গোলাপী আপায়। তাই ওদিকেই যেন যমদূতের একরাশ দৃষ্টি। কিন্তু কি আর করা কর্তৃপক্ষের হুকুম যে আসেনি এখনও -তাই বিলম্ব। এদিকে মাজপথে সিকৃবি'র ওয়াসিমকে তাড়াহুড়া করে কাবু করে নিতে বিলম্ব হয়নি মোটে। তবে কাউয়া কিন্তু এখনও বহাল তবিয়তে।
     
        এদিকে পর্যবেক্ষক মহলের কিয়দাংশ আশা করেন- খুব বেশী দিন আর দু'য়ে দু'য়ে বাইশ হবার নয়। তারা চান দু'য়ে দু'য়ে হয়ে যাক্ উত্তম মধ্যম বাইস্।
কিন্তু চাইলেই কি হয় আর?
এখানে ভাগ্য একটা বিশাল ব্যাপার।
     
         ভবে এমন দিনও ছিল,যবে তিন'শ কুটি টাকার বার্ষিক বাজেটকে বিশাল বাজেট বলে খবরের কাগজ ফলাও করেছিল। আর আজ সাড়ে চার হাজার কুটি টাকার দুর্ণীতি! কোন ব্যাপারই নয়। কুটি কুটি টাকার দুর্ণীতিরর ব্যাপারে ঠোঠে 'সুপার-গ্লু' আঁঠানো থাকবে,আর সাড়ে চার হাজার কুটি নিয়ে এতো হৈ চৈ? তাই রাবিশ আংকেল অকপটে স্বীকারই করে নিলেন এটা কোন ব্যাপারই নয়।   

      হালে বিরহীনি কুকিলা সহ  অনেক অনেক রুই-কাতলার পটল তুলার সংবাদে অনেককেই বেশ বিচলিত মনে হচ্ছে। তবে কাউয়া মনে  হয় এইবারও পার পেয়ে যাবে, কেননা সে তো ভাগ্যবান সুজন।       
             আসল কথা হল, 
তুমি যদি মিলাতে চাও দু'য়ে দু'য়ে চার,
তবে তা হোচট খাবে,
 তেলে নুনে গুলিয়ে যাবে,
 পাবে শুন্যের সমাহার।
 আর কাউয়া কিংবা রাবিশ আংকেল হলে,
"এটা একটা ভিন্ন ব্যাপার।"
--------------------------------------
লেখকঃ কলামিষ্ট, রম্য লখক  ও ইসলামি চিন্তাবিদ । 

Post a Comment

0 Comments