Recent Tube

বিভিন্ন ধর্ম গ্রন্থে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামঃ-৩, মুহাম্মদ তানজিল ইসলাম ।

বিভিন্ন ধর্ম গ্রন্থে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামঃ-৩

খ্রিষ্টান ধর্ম গ্রন্থে হযরত মুহাম্মদ (সা): 

খ্রিষ্টান ধর্ম গ্রন্থেও হযরত মুহাম্মদ (সা) এর আগমনের ভবিষ্যত বাণী করা হয়েছে। 
এ বিষয়ে মহান আল্লাহ তা'য়ালা বলেনঃ

وَإِذْ قَالَ عِيسَى ٱبْنُ مَرْيَمَ يَٰبَنِىٓ إِسْرَٰٓءِيلَ إِنِّى رَسُولُ ٱللَّهِ إِلَيْكُم مُّصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَىَّ مِنَ ٱلتَّوْرَىٰةِ وَمُبَشِّرًۢا بِرَسُولٍ يَأْتِى مِنۢ بَعْدِى ٱسْمُهُۥٓ أَحْمَدُۖ فَلَمَّا جَآءَهُم بِٱلْبَيِّنَٰتِ قَالُوا۟ هَٰذَا سِحْرٌ مُّبِينٌ 

স্মরণ কর, মারইয়াম তনয় ঈসা বললঃ হে বানী ইসরাঈল! আমি তোমাদের নিকট আল্লাহর রাসূল এবং আমার পূর্ব হতে তোমাদের নিকট যে তাওরাত রয়েছে আমি উহার সমর্থক এবং আমার পরে আহমাদ নামে যে রাসূল আসবেন আমি তাঁর সুসংবাদদাতা। পরে সে যখন স্পষ্ট নিদর্শনসহ তাদের নিকট এলো তখন তারা বলতে লাগলঃ এটাতো এক স্পষ্ট যাদু।
------------------------ 
[আল কুরআন, সূরাঃ(৬১) আস সফ, আয়াতঃ০৬]

খ্রিষ্টানদের নিউ টেস্টামেন্ট হযরত মুহাম্মদ (সা) এর উপর ভবিষ্যত বাণী করে বলা হয়েছেঃ
যীশুখ্রিস্ট তার শিষ্যদের বলেছেন যে, "তোমাদের জন্য একজন পথপ্রদর্শক প্রেরণ করতে আমি আমার ইশ্বর কে বলবো।"
------------------------ 
(গ্রসবেল অভ জন, অধ্যায়:১৪, অনুচ্ছেদ:১৬)
"যখন আমার ইশ্বর প্রশংসক প্রেরণ করবেন যে আমর প্রশংসা করবে।"
------------------------ 
(গ্রসবেল অভ জন, অধ্যায়:১৫, অনুচ্ছেদ:৩৪)

"আমি তোমাদের সত্য কথা বলি যে, এটাই কল্যাণ যদি আমি চলে যাই। যদি আমি না চলে যাই, তবে সেই প্রশংসক আসবেন না। তবে আমি চলে গেলে তিনি পৃথিবীতে আসবেন।"
------------------------ 
(গ্রসবেল অভ জন, অধ্যায়:১৬, অনুচ্ছেদ:০৭) 

এই প্রশংসক শব্দটা বাইবেলে পাবেন 'পেরাক্লিটস' যেটা 'পেরিক্লিটস' শব্দটার অপভ্রংশ। 'পেরিক্লিটস' শব্দটার অর্থ যে প্রশংসা করে। যার প্রশংসা করা যায় এ শব্দটার আরবী হলো 'মুহাম্মাদ' আর যে প্রশংসা করে তার অর্থ হলো 'আহাম্মদ'। আলহামদুলিল্লাহ্‌ এ দুটি নাম আমাদের নবী (সা) এর।

মহান আল্লাহ তা'য়ালা বলেনঃ 

ٱلَّذِينَ ءَاتَيْنَٰهُمُ ٱلْكِتَٰبَ يَعْرِفُونَهُۥ كَمَا يَعْرِفُونَ أَبْنَآءَهُمُۘ ٱلَّذِينَ خَسِرُوٓا۟ أَنفُسَهُمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ 

যাদেরকে আমি কিতাব দান করেছি, তারা রাসূলকে এমনভাবে জানে ও চিনে, যেরূপ তারা নিজেদের সন্তান-সন্ততিদেরকে জানে ও চিনে, কিন্তু যারা নিজেদেরকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে তারা ঈমান আনবেনা।
------------------------ 
[আল কুরআন, সূরাঃ(৬) আনআম, আয়াতঃ২০ ]
------------------------------------------------
লেখকঃ ইসলামি চিন্তাবিদ গ্রন্থপ্রনেতা ও মাওলানা।         

Post a Comment

0 Comments