Recent Tube

গলির কুকুরঃ ---লিটন জামান।

     
     গলির কুকুর;
             - লিটন জামান। 
:  
কোথাকার কোন মক্কেল এসে
ফোকলা দাঁতে বিশ্রি হেঁসে
বললো সে বাদ দাও সালাম
আল্লাহ হাফেজ এই  কালাম!   
আমরা ও তাই হুমড়ি  খেয়ে
পড়লাম পিছে ছুটলাম ধেয়ে
স্টেটাস প্রসব করছি আর
ফেইসবুক ওয়ালে দিচ্ছি মার!  
রামছাগলের গুষ্টি কিলাই
ওরাই বাঁদর ওরাই বিলাই
ওদের কথায় কি যায় আসে? 
লোক ইসলামকে ভালোবাসে।
কমবে না তা বাড়বে রে মন
যেমন ছিলো থাকবে তেমন
গলির কুকুর উঠলে মুগুর
জান বাঁচিয়ে পালায় কেমন?
নাম নিয়ে আর হতচ্ছাড়ার
ঘুম না ভাঙাই অজপাড়ার
করছে রে সে স্টান্টবাজি
ভুত নাম নিতে নই রাজি 
খাক না মূত্র ছাগল ভেড়ার
গন্ধ নিক সে মলের ডেরার।   
:   
রচনাঃ২১শে অক্টোবর"২০২০ইং
রাধানগর, ছাতক, সুনামগঞ্জ।
----------------------------------------------------------
লেখকঃ রম্য লেখক ও কবি।

Post a Comment

0 Comments