Recent Tube

বিভিন্ন ধর্ম গ্রন্থে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামঃ-১ মুহাম্মদ তানজিল ইসলাম।

 বিভিন্ন ধর্ম গ্রন্থে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামঃ-১

 মহান আল্লাহ তা'য়ালা বলেনঃ
ﭐﻟَّﺬِﻳﻦَ ﺀَﺍﺗَﻴْﻨَٰﻬُﻢُ ﭐﻟْﻜِﺘَٰﺐَ ﻳَﻌْﺮِﻓُﻮﻧَﻪُۥ ﻛَﻤَﺎ ﻳَﻌْﺮِﻓُﻮﻥَ ﺃَﺑْﻨَﺎٓﺀَﻫُﻢُۘ
ﭐﻟَّﺬِﻳﻦَ ﺧَﺴِﺮُﻭٓﺍ۟ ﺃَﻧﻔُﺴَﻬُﻢْ ﻓَﻬُﻢْ ﻟَﺎ ﻳُﺆْﻣِﻨُﻮﻥَ

যাদেরকে আমি কিতাব দান করেছি,
তারা রাসূলকে এমনভাবে জানে ও
চিনে, যেরূপ তারা নিজেদের সন্তান-
সন্ততিদেরকে জানে ও চিনে, কিন্তু
যারা নিজেদেরকে ধ্বংসের মুখে
ফেলে দিয়েছে তারা ঈমান
আনবেনা।

(আল কুরআন, সূরাঃ আনআম, আয়াতঃ২০)।


মহান আল্লাহ তা'য়ালা এ বিষয়ে আরো বলেনঃ
ٱلَّذِينَ ءَاتَيْنَٰهُمُ ٱلْكِتَٰبَ يَعْرِفُونَهُۥ كَمَا يَعْرِفُونَ أَبْنَآءَهُمْۖ وَإِنَّ فَرِيقًا مِّنْهُمْ لَيَكْتُمُونَ ٱلْحَقَّ وَهُمْ يَعْلَمُونَ 

 যাদেরকে আমি কিতাব প্রদান করেছি তারা তাকে (হযরত মুহাম্মদ সাঃ কে) এরূপভাবে চিনে, যেমন চিনে তারা আপন সন্তানদেরকে এবং নিশ্চয়ই তাদের এক দল জ্ঞাতসারে সত্যকে গোপন করছে।
.
ٱلْحَقُّ مِن رَّبِّكَۖ فَلَا تَكُونَنَّ مِنَ ٱلْمُمْتَرِينَ 

 এই বাস্তব সত্য তোমার রবের পক্ষ হতে; সুতরাং তুমি সংশয়ীদের অন্তর্ভুক্ত হয়োনা।
----------------- 
[আল কুরআন, সূরাঃ(২) বাকারা, আয়াত নং ১৪৬-১৪৭]

ইমাম কুরতুবী (র) এর বরাতে আল্লামা ইবনে কাসীর বলেনঃ
ইমাম কুরতুবী (র) বলেন যে, হযরত উমার (রা) ইয়াহুদীদের একজন বিখ্যাত পন্ডিত আব্দুল বিন সালাম কে (ইসলাম গ্রহণের পর) প্রশ্ন করেনঃ 'আপনি কি হযরত মুহাম্মদ (সা) কে এমনই চিনেন, যেমন চিনেন আপনার সন্তানদের কে? তিনি উত্তরে বলেন, হ্যাঁ বরং তার চেয়েও বেশি চিনি। ..........


এরপরে আল্লামা ইবনে কাসীর (র) বলেনঃ
মোটা কথা এই যে, যেমন একটি বিরাট জনসভায় কোন লোক তার ছেলে কে অতি সহজে চিনে থাকে ঠিক তেমনই আহলে কিতাবও হযরত মুহাম্মদ (সা) কে তাঁর প্রতি দৃষ্টিপাত মাত্রই চিনে থাকে।কেননা তাদের কিতাবে নবী (সা) সম্বন্ধে যে গুণাবলি বর্ণিত আছে তা সবই তাঁর মধ্যে হুবাহু বিদ্যমান রয়েছে। 
অতঃপর আল্লাহ তা'য়ালা বলেন যে, এই সত্য জানা সত্বেও তারা ওটা গোপন করেছে। তারপর আল্লাহ তা'য়ালা স্বীয় নবী (সা) ও মুসলিমদের কে সত্যের উপর অটল ও স্থির থাকার নির্দেশ দিচ্ছেন এবং তাঁদের কে সতর্ক করছেন যে, তারা যেন সত্যের ব্যাপারে মোটেই সন্দেহ পোষণ না করে।
----------------- 
(তাফসীরে ইবনে কাসীর, সূরা বাকারাঃ১৪৬-১৪৭ নং আয়াতের তাফসীর দ্রঃ)

হিন্দু ধর্মের বিশেষজ্ঞ অধ্যাপক ড. বেদপ্রকাশ উপাধ্যায় তার কল্কি অবতার এবং মোহাম্মদ সাহেব গ্রন্থে বেদকে বিশ্লেষণ করতে গিয়ে বলেন, 
 “হোতার মিন্দ্রো হোতার মিন্দ্রো
মহাসূরিন্দ্রাঃ অল্লো জ্যেষ্টং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মণং অল্লাম ॥
অল্লো রসূল মোহাম্মদ রকং বরস্য অল্লো
অল্লাম।
আদাল্লাং বুকমেকং অল্লাবুকং লিখর্তকম।”

অর্থ: দেবতাদের রাজা আল্লাহ আদি ও সকলের বড় ইন্দ্রের গুরু। আল্লাহ পূর্ণ ব্রহ্ম, মোহাম্মদ আল্লাহর রাসূল পরম বরণীয় আল্লাহ আল্লাহ। তাঁহার অপেক্ষা শ্রেষ্ঠ আর কেহ নাই। আল্লাহ অক্ষয় অব্যয় স্বয়ম্ভু।
----------------- 
সুত্র: (কল্কি অবতার এবং মোহাম্মদ
সাহেব-২৩)
-------------------------------------------
লেখকঃ ইসলামি চিন্তাবিদ গ্রন্থপ্রনেতা ও মাওলানা         

Post a Comment

0 Comments