Recent Tube

বিতি কিচ্ছা-৪১; --নুর মুহাম্মদ চৌধূরী।

   
                       বিতি কিচ্ছা
                          পর্ব-৪১;

 
     রাজনীতি বনাম পেটনীতি:
     
     আমি আর আমার এক বন্ধু চতুষ্পদ গরু মহাশয়। আমরা দু'জন পরষ্পরকে বেশ ভাল করেই চিনি। দু'জনের মধ্যে ঘনিষ্ঠ হৃদ্ধতা যেমন আছে, তেমনি আছে যথেষ্ট মতানৈক্য। শুধু মতানৈক্যই নয়, আমাদের আকৃতিতে আর আচরণেও আছে পার্থক্য।  তা সত্ত্বেও আমাদের বন্ধুত্বের মধ্যে নাই কোন খাদ, নাই কোন অকৃত্রিমতা। গঠনগত পার্থক্য বলতে -বন্ধুর আছে বিশাল আকারের একটি ফুটবল সদৃশ্য পেট, আর আমার আছে চিকনাকৃতির নৌকা সদৃশ্য একটি পেট। এই পেট নিয়ে আমার তেমন কোন ভাবনা করতে হয় না।, তবে বন্ধুটি বলে তার সমুদয় ভাবনাই এই পেটটি নিয়ে। পেটটি কিভাবে পূর্ণ করে রাখা যায় এই ভাবনায় তার সকাল হয়ে যায় সন্ধ্যা, দিন হয়ে যায় রাত। চোখ মেলে সূর্য্যি দর্শন মাত্রই চুঁই চুঁই করে সংকেত দিতে থাকে পেট।তখন আর তাহার দিক -বিদিক জ্ঞান থাকেনা, বেরুতেই হয় খাদ্যের সন্ধানে। একাধারে সন্ধ্যা অবধী খাদ্য সংগ্রহ ও তাহা গলদ: করণ করতে করতে যখন দিনের আভা স্তিমিত হয়ে আসে তখন ইচ্ছা না থাকা সত্ত্বেও  হাজারো বিপদ-আপদ এড়ানোর প্রয়োজনে ঘরমূখী হতে হয় তাকে। তবে বন্ধুটি তার এই একমূখীনতার জন্য কোন আক্ষেপের মধ্যে নাই, বরং আপ্লুত। উল্ঠো সে আমাকে ভর্থসনা করে আমার বৈচিত্র্যময় কর্মকাণ্ড নিয়ে, আমার চিন্তা চেতনা নিয়ে, আমার উচ্চাকাঙ্ক্ষা নিয়ে, আমার উদারতা, বিলাসিতা, আর বদান্যতা নিয়ে। বন্ধুর ভর্থসনায় আমি কিন্তু মোটেও টলি না। আমি ঠিক আমার নিজের মত করে এগিয়ে যাই, মাঝে মাঝে মনের সুখে গাই ভাওয়াইয়া, ভাটিয়ালী গান, দেশের জন্যে দশের জন্যে রচনা করি এগিয়ে যাবার সুত্র, এপাড়া ওপাড়ায় ঘুরাঘুরি করি  দৃশ্যত পরের তরেই থাকি আমি সদা লিপ্ত। বন্ধুটি আমাকে বলে আমি নাকি বোকার সর্গে বাস করছি। আমি তার কথায় মোটেও রাগ করি না।

        বন্ধুর অহংকার আছে, তার অহংকার করার মত কারণও আছে। কারণ আমার সদৃশ্য দ্বি-পদদের এক বিশাল অংশ আমার বন্ধুটির খাস্ শিশ্যত্ব বরন করে তৃপ্ত আছে। ওরা তাকে পুজো দেয়, তার গু, মুত্রে পার্থিব ও মহা জাগতিক কল্যাণের আশা করে, তাকে তারা জননী তুল্য ক্রেষ্ট প্রদান করে আজীবন সম্মাননা দান করেছে। আমি কিন্তু তাকে পূঁজো দেইনা, এই আমার এক ভীমরতি। সে তো আমার উপকারী এক অতি ঘনিষ্ঠ বন্ধু।
 
      বন্ধু আমায় বলে, 
      "রাজনীতির মাঠে হিংস্রতা আছে, নৃসংশতা আছে, আছে নানা প্রকার বিশৃংখ্যলা। 
       কোন লাভে বল খোয়াইবে এ প্রাণ হাতে থাকতে বেলা। 
       তোরাতো আসলে পাগল সমেত বেহুদাই করো রাজনীতি।  
       দেখোনা আমরা কী মহা সূখে আছি ধরিয়া আপন পেটনীতি।

Post a Comment

0 Comments