পর্ব-৪২;
রসাতল যাত্রাঃঃ-
রসাতল যাত্রার সমাপনী উৎসব আর বেশী দুরে নয়। বলা যায় দরজায় কড়া নাড়ার বেলা এসেই গেছে। রথী মহারথীগন আখের গোছাতে ব্যস্ত। মানে দারুন তাড়াহুড়ার মধ্যেই আছেন তারা। ওসমান গনীর টাকার বালিশ আজ আলোচনার যোগ্য কোন বিষয়ই নয়। মঙ্গলে নাকি নেপচুনে জমিদারী নিলাম হবে এমন খবরে বেহুশ জনতা পৃথীবিটা বিক্রি করে অন্য গ্রহে পাড়ি জমানোর তাড়নায় দিগ্বিদিক জ্ঞানশুন্য। এ অবস্থায় ফাঁইলব্ধ ও কষ্টার্জিত টাকাকড়ি, মোহর মুক্তা সমুহের একটা গুঞ্জায়েশ দরকার বৈ কি। কিন্তু আঙ্গুলের ফাঁকের বদৌলতে গোপনীয়তা রক্ষা করা মুশকিল হয়ে গেল বলেই বোধ হয় এক ট্রাক কাগুজে নোটকে কুচি কুচি করে কেটে তা বস্তা বন্দী করে ফেলে আসা হল আঁস্তাকুড়ে।
এদিকে দু'কুটি, আড়াই কুটির গল্প আর বলার যোগ্য কোন বিষয়ই নয়। এইতো সেদিনকার গড়া স্বাস্থ্য বিভাগের ক্লার্ক আবজালের রেকর্ড ডিঙ্গিয়ে হাজার হাজার নরপতি আজ মহা সমারোহে মঙ্গলের উদ্দেশ্যে মঙ্গল শোভাযাত্রায় শামিল হচ্ছেন। জাতির কর্ণধার হিসাবে যারা অনুকরণীয় আদর্শ হবার কথা তারাতো ক্যাসিনো আর শাহী পানশালার ব্যবসা নিয়ে ভালই আছেন। তবো অহেতুক হৈ চৈ করে বিড়ম্বনা সৃষ্টি করত: কেউ কেউ ঘোলা পানিতে মাছ ধরতে চেষ্টা করছেন। এগুলো চিরদিনই থাকবে। এতে ঘাবড়ানোর কোন কারণ থাকতে পারে মা। খুব শীগগিরই পৃথীবিটা রসাতল ষ্টেশনে পৌছবে আশা করা একোবারে কিন্তু মিছে নয়।
0 Comments