Recent Tube

উম্মতে মুহাম্মাদীর মাঝে মূর্তি পূঁজার শিরক: কিয়ামতের আলামতঃ -- তানজিল ইসলাম

উম্মতে মুহাম্মাদীর মাঝে মূর্তি পূঁজার শিরক: কিয়ামতের আলামতঃ
--------------------------------- 
   বর্তমান মুসলিম বিশ্বে শিরক ও শিরক জাতীয় আমল অতি দ্রুত বিস্তার লাভ করছে। কবর পূঁজা, মাজার পূঁজার পাশাপাশি এখন ভাস্কর্যের নামে মূর্তি পূঁজাও শুরু হয়েছে আমাদের দেশে। উম্মতে মুহাম্মাদীর মাঝে মূর্তি পূঁজার ন্যায় শিরকের বিস্তার কিয়ামতের অন্যতম আলামত।
 হযরত সাওবান (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, 
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَلْحَقَ قَبَائِلُ مِنْ أُمَّتِي بِالْمُشْرِكِينَ وَحَتَّى يَعْبُدُوا الْأَوْثَانَ.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ "মুশরিকদের সাথে আমার উম্মাতের কতিপয় গোত্র না মিলিত হওয়া পর্যন্ত কিয়ামাত সংঘটিত হবে না, এমনকি তারা মূর্তিপূজাও করবে।" (জামে তিরমিযী হাঃ ২২১৯, আবু দাউদ হাঃ ৪২৫২, ইবনে মাজাহ হাঃ ৩৯৫২, মুসনাদে আহমদ হাঃ ২৭৭০৭, মিশকাত হাঃ ৫৪০৬, সহীহাহ হাঃ ১৬৮৩, সহীহুল জামে হাঃ ৭২৯৫)
 আল্লাহ তা'য়ালা মূর্তিপূঁজা সহ সকল ধরণের শিরক থেকে আমাদের হেফাজত করুন। (আমিন!)
-----------------------------------------------------------------
লেখকঃ  ইসলামি  চিন্তাবিদ , মাওলানা, গ্রন্থপ্রনেতা  ও অনলাইন এক্টিভিস্ট। 

Post a Comment

0 Comments